1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
বিশ্বের ১ লাখ সেরা বিজ্ঞানীর তালিকায় মৌলভীবাজারের কৃতি সন্তান হারিস - মুক্তকথা
রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ০৭:৩৮ পূর্বাহ্ন

বিশ্বের ১ লাখ সেরা বিজ্ঞানীর তালিকায় মৌলভীবাজারের কৃতি সন্তান হারিস

ভ্রাম্যমান প্রতিনিধি॥
  • প্রকাশকাল : শুক্রবার, ২৩ জুলাই, ২০২১
  • ২০৭১ পড়া হয়েছে
বিশ্বের প্রায় ৭ মিলিয়ন বিজ্ঞানী বা গবেষকের মধ্য থেকে বাচাই করে শীর্ষ দেড়’শ হাজার এবং এরমধ্যে থেকে বাচাই করে শীর্ষ ১শ হাজার বিজ্ঞানীর একটি তালিকা তৈরী করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের স্ট্যান্ডফোর্ড বিশ্ববিদ্যায়ল। এই তালিকার শীর্ষ ১ শতাংশ বা ১শ হাজার বিজ্ঞানীর তালিকায় স্থান করে নিয়েছেন বাঙালী বিজ্ঞানী সিলেট বিভাগের মৌলভীবাজারের কৃতি সন্তান পারভেজ হারিস (পিকুল)।

লেস্টারের ডি মন্টফোর্ট ইউনিভার্সিটির বায়োমেডিকেল সাইন্সের প্রফেসর ডক্টর হ্যারিসের আর্সেনিকের উপর গবেষণাটি বিশ্বে ব্যাপক সাড়া জাগিয়েছে।

বাংলাদেশের মৌলভীবাজারের কৃতি সন্তান প্রফেসর পারভেজ আই হারিস বায়ো-ক্যামিস্ট্রিতে পিএইচডির পর এ পর্যন্ত প্রায় ৩শ’টি গবেষণা রিপোর্ট তার প্রকাশিত হয়েছে।

প্রফেসর পারভেস হারিস জানান, গবেষকদের গবেষণা রিপোর্টগুলো বিভিন্ন জার্নালে প্রকাতি হবার পর বিজ্ঞানীরা তা পড়েন। যে গবেষণা রিপোর্ট বেশি পঠিত হয়, সেটার উপর ভিত্তি করে এলগারোদিম সিস্টেমে এই শীর্ষ তালিকা নির্ধারণ করা হয়।

প্রফেসর পারভেস হারিসের অন্যতম একটি গবেষণা ছিল আর্সেনিক নিয়ে। গবেষণায় তিনি দেখিয়েছেন, শুধু পানি নয় চাউল থেকেও শরীরে আর্সেনিকের পরিমান বৃদ্ধি পায়। তিনি বলেন, ব্রিটেনে এশিয়ানদের মধ্যে বাঙালীরা সবচাইতে বেশি ভাত খান। ভাত শরীরের মধ্যে ধীরে ধীরে আসের্নিক তৈরী করে। আর্সেনিক থেকে পরিত্রানের উপায়ও বের করেছেন তিনি।
পানিতে জন্মানো ফেনা বা জার্মুনির গুড়া দিয়ে তৈরী করা পাউডার দিয়ে পানি আর্সেনিকমুক্ত করা সম্ভব বলে জানান তিনি। এছাড়া আর্সেনিকমুক্ত পানির মধ্যে তৈরী ধানের চাউল শরীরে আর্সেনিক হয়না বলেও গবেষণা রিপোর্টে দেখিয়েছেন তিনি। সিলেটের সুগন্ধি চিকন চাউল আর্সেনিক ঝুঁকিমুক্ত এবং স্বাস্থ্যের জন্যে ভালো বলেও উল্লেখ করেন ডক্টর পারভেজ হারিস।

ডক্টর হারিস আরো জানান, আর্সেনিক নিয়ে তার গবেষণাটি বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং জাতিসংঘ বিশ্বের বিভিন্ন দেশে আর্সেনিক মুক্তির ক্যাম্পেইনে রেফারেন্স করছে।

বাংলাদেশে প্রায় ৫০ মিলিয়নের বেশি মানুষ আর্সেনিক ঝুঁকিতে রয়েছে। এ নিয়ে বাংলাদেশে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করার পরিকল্পনার কথাও জানান প্রফেসর হ্যারিস।
প্রফেসর হ্যারিসের জন্ম মৌলভীবাজার জেলার একাটুনা ইউনিয়নের কচুয়া গ্রামে। ১০ বছর বয়সে তিনি পরিবারের সাথে বিলেত আসেন। প্রয়াত বাবা আলহাজ্ব মোহাম্মদ হারিসের মালিকানাধীন কার্ডিফের গোল্ডেন বেঙল রেষ্টুরেন্টে কাজও করেছেন তিনি।
উল্লেখ্য, মৌলভীবাজারের কচুয়া নিবাসী লন্ডন প্রবাসী কমিউনিটি লিডার মরহুম মোহাম্মদ হারিস ও সামছুন্নাহার বেগম মায়ার জেষ্ঠ পুত্র ও কাশিনাথ রোডস্থ ইংল্যান্ড প্রবাসী শাহাবুদ্দিন আহমেদ বাচ্চু, সুইডেন প্রবাসী মাহতাব আহমেদ সাচ্চু ও নিউইয়র্ক প্রবাসী মিনহাজ আহমেদের ভাগ্নীপুত্র হলেন এই পারভেজ হারিস পিকুল।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT