মৌলভীবাজার॥ যথাযথ মর্যাদায় পর্যটন জেলা মৌলভীবাজারে বিশ্ব ভোক্তা-অধিকার দিবস ২০২১ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার এর আয়োজনে আলোচনা সভা ও বর্ণাঢ্য ট্রাক শো অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে জেলা প্রশাসক মীর নাহিদ আহসান ট্রাক শো’র উদ্বোধন করেন। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্টিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মামুনুর রশীদ’র সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, অতিরিক্ত পুলিশ সুপার মুজাহিদ, সিভিল সার্জন ডাঃ চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ, মৌলভীবাজার চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি মোঃ কামাল হোসেন, জেলা মৎস কর্মকর্তা মোহাম্মদ এমদাদুল হক, সংশ্লিষ্ট কার্যালয় কমিটির সদস্য ডাঃ এ.কে জিল্লুল হক, আ’লীগ নেতা সাইফুর রহমান বাবুলসহ অনেকে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ভেজাল মিশিয়ে অন্যকে খাওয়ালে নিজেই একদিন ক্ষতিগ্রস্থ হবে। কাজেই ভোক্তা এবং ব্যবসায়ী সকলকেই সচেতন হতে হবে। প্লাস্টিকের ব্যবহার নিয়ন্ত্রণের কথা উল্যেখ করে বক্তারা বলেন, আগে কাঁচের বোতলে পানিয় খেয়ে তা আবার দোকানে ফেরত দেওয়া হতো। কিন্তু আজ আর তা দেখা যায় না। ক্ষতিকর প্লাস্টিক ব্যবহারে নিষেধাজ্ঞা রয়েছে। পলিথিনের বিকল্প হিসাবে পাটের ব্যাগ/বস্তা, কাগজের ঠোঙ্গা, ঝালি ব্যাগ ব্যবহার করতে হবে। আসন্ন রমজানে যেন কেউ সিন্ডিকেট করে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম অযথা না বাড়াতে পারে সেই ব্যাপারে সংশ্লিষ্ট সকলকে সতর্ক করেন বক্তারা।
|