1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
‘বিশ্ব ভোক্তা-অধিকার দিবস পালিত। রমজানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম না বাড়ানোর আহবান - মুক্তকথা
সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০১:৫১ অপরাহ্ন

‘বিশ্ব ভোক্তা-অধিকার দিবস পালিত। রমজানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম না বাড়ানোর আহবান

আব্দুল ওয়াদুদ ও এস.এম. সাইফুল
  • প্রকাশকাল : সোমবার, ১৫ মার্চ, ২০২১
  • ৬৪৪ পড়া হয়েছে

মৌলভীবাজার॥ যথাযথ মর্যাদায় পর্যটন জেলা মৌলভীবাজারে বিশ্ব ভোক্তা-অধিকার দিবস ২০২১ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার এর আয়োজনে আলোচনা সভা ও বর্ণাঢ্য ট্রাক শো অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে জেলা প্রশাসক মীর নাহিদ আহসান ট্রাক শো’র উদ্বোধন করেন। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্টিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মামুনুর রশীদ’র সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।


এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, অতিরিক্ত পুলিশ সুপার মুজাহিদ, সিভিল সার্জন ডাঃ চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ, মৌলভীবাজার চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি মোঃ কামাল হোসেন, জেলা মৎস কর্মকর্তা মোহাম্মদ এমদাদুল হক, সংশ্লিষ্ট কার্যালয় কমিটির সদস্য ডাঃ এ.কে জিল্লুল হক, আ’লীগ নেতা সাইফুর রহমান বাবুলসহ অনেকে।


অনুষ্ঠানে বক্তারা বলেন, ভেজাল মিশিয়ে অন্যকে খাওয়ালে নিজেই একদিন ক্ষতিগ্রস্থ হবে। কাজেই ভোক্তা এবং ব্যবসায়ী সকলকেই সচেতন হতে হবে। প্লাস্টিকের ব্যবহার নিয়ন্ত্রণের কথা উল্যেখ করে বক্তারা বলেন, আগে কাঁচের বোতলে পানিয় খেয়ে তা আবার দোকানে ফেরত দেওয়া হতো। কিন্তু আজ আর তা দেখা যায় না। ক্ষতিকর প্লাস্টিক ব্যবহারে নিষেধাজ্ঞা রয়েছে। পলিথিনের বিকল্প হিসাবে পাটের ব্যাগ/বস্তা, কাগজের ঠোঙ্গা, ঝালি ব্যাগ ব্যবহার করতে হবে। আসন্ন রমজানে যেন কেউ সিন্ডিকেট করে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম অযথা না বাড়াতে পারে সেই ব্যাপারে সংশ্লিষ্ট সকলকে সতর্ক করেন বক্তারা।


জুড়ী॥ 
বিশ্ব ভোক্তা অধিকার দিবস আজ। প্রতি বছরের মতো এবারও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরসহ বিভিন্ন সংগঠন নানা কর্মসূচিতে দিবসটি পালন করেছে। এ বছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘মুজিববর্ষে শপথ করি, প্লাস্টিক দূষণ রোধ করি।’
জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-ইমরান রুহুল এ উপলক্ষ্যে আয়োজিত সভায় বলেন,  প্রতিটি দোকানের সামনে একটা করে ডাস্টবিন রাখা আবশ্যক। যখন প্লাস্টিক বর্জ্য কোনো স্থান দখল করে পরিবেশের ওপর মারাত্মক প্রভাব ফেলে তখন প্লাস্টিক দূষণ সৃষ্টি হয়। আমরা অনেকেই প্লাস্টিক দূষণ-এর ক্ষতিকর প্রভাবের কথা জেনেও প্রতিনিয়ত প্লাস্টিক দ্রব্য ব্যবহার করছি। ফলে প্লাস্টিক বর্জ্য নানাভাবে মিশে যাচ্ছে পরিবেশের সঙ্গে। যার ফলস্বরূপ উর্বর মাটি হচ্ছে অনুর্বর, জলাশয় জলজপ্রাণীর জন্য হয়ে উঠছে বিপজ্জনক।
জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-ইমরান রুহুলের সভাপতিত্বে আয়োজিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, জুড়ী থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী, মহিলা ভাইস চেয়ারম্যান রঞ্জিতা শর্মা,জুড়ী প্রেসক্লাবের সভাপতি হাজী মোহাম্মদ আলী, জুড়ী প্রেসক্লাবের দপ্তর সম্পাদক এস.এম.সাইফুল, জুড়ী বাজারের ব্যবসায় সদস্যরা প্রমূখ।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT