বিশিষ্ট শিক্ষানুরাগী, ভাষাসৈনিক ও বীর মুক্তিযোদ্ধা, স্বাধীনবাংলা বিপ্লবী পরিষদ(নিউক্লিয়াস)এর গুরুত্বপূর্ণ সদস্য, ১১নং পশ্চিম গুজরা ইউনিয়ন আওয়ামীলীগের প্রতিষ্টাতা সভাপতি ও ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান বিশিষ্ট সমাজ হিতৈষী ফজলুল হকের আজ গেলো ৩৮তম মৃত্যুবার্ষিকী। তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘ভাষাসৈনিক ও বীর মুক্তিযোদ্ধা এ কে ফজলুল হক গণপাঠাগার’, ‘আমরা করবো জয়’সহ বিভিন্ন সংগঠন, সংস্থা ও পরিবারের পক্ষ থেকে বছরব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করে।
তার এ মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবারের পক্ষ থেকে গৃহীত কর্মসূচির আওতায় এ.কে ফজলুল হক গণপাঠাগার ও পরিবারের উদ্যোগে রাউজানে বিভিন্ন সড়ক নির্মাণ, শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানে, গরীব–দুঃস্থদের ও এতিমখানায়, গৃহনির্মাণে, বিদেশ গমনে, কন্যাদায়গ্রস্থদের, সামাজিক সংগঠন ও নানা আয়োজনে এবং এ.কে ফজলুল হক ও বেগম লায়লা হক স্মৃতি বৃত্তি প্রদানের মাধ্যমে বছরব্যাপী সর্বমোট ১০ লক্ষ টাকা অনুদান প্রদান করা হয়েছে।
উল্লেখ্য, ১৯৮৭ সালের এই দিনে তিনি অজানার পথে পাড়ি জমান। ১৯৪৭ সালে ভারত ভাগ, ৫২‘র ভাষা আন্দোলন ১৯৫৮ সালে আইয়ুব খানের সামরিক শাষন বিরোধী আন্দোলন, ৬৬‘র ছয় দফা, ৬৯‘এর গণঅভ্যূত্থান ১৯৭০ সালের নির্বাচন ও ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে তিনি অগ্রণী ভূমিকা পালন করেন।