লণ্ডন।। ২০ মাস ধরে ইউনিয়ন থেকে বের হয়ে আসার আপস-মীমাংসায় ব্যর্থতার নজির স্থাপন করেছেন প্রধানমন্ত্রী তেরেসা মে। সুদীর্ঘ সময় ধরে চালানো এই আপস-মীমাংসা করতে গিয়ে তিনি আজো মীমাংসার কোন সঠিক স্বচ্ছতা দেখাতে পারেননি। বরং তিনি নিজেই স্বীকার করেছেন যে তার প্রদর্শিত পথে এগিয়ে গেলে ইউরোপীয়ান বাজারে বৃটেনের যাতায়াত সীমিত হয়ে আসবে। তার এই মন্তব্য প্রসঙ্গে শুধু বলা যায়, আপস-মীমাংসার নামে দেশের মূল্যবান সময়ই কেবল নষ্ট করেছেন। এখন থেকে প্রায় ১৭ঘন্টা আগে শ্রমিক দলীয় নেতা জেরেমি করবিন তার ফেইচবুকে এই মন্তব্য লিখেছেন।
অভিযোগের সুরে তিনি আরো লিখেছেন, তেরেসা মে একটি অতি লম্বা সমস্যার ফিরিস্তি তুলে ধরেছেন কিন্তু তার কোন সমাধানের বিষয়ে একটি কথাও বলেননি! বিশেষ করে উত্তর আয়ারল্যাণ্ড সীমান্তে কোন শক্ত সীমানা না হওয়ার জরুরী বিষয়টি নিয়ে কোন কথাই বলেননি। তার অগ্রাধিকারের বিষয়টি আজ সুস্পষ্টভাবে বুঝা যাচ্ছে যে, তিনি বৃটেনকে স্থায়ীভাবে ইউরোপীয়ান ইউনিয়নের সেই নীতিমালার সাথে আষ্টে-পৃষ্টে বেঁধে ফেলতে চান যা বিজাতীয়করণকে এগিয়ে নিয়ে যাবে এবং বৃটিশ শিল্প সহায়তার রাস্তাকে রুদ্ধ করে দেবে।