মুক্তকথা সংবাদকক্ষ।। প্রাক্তন পররাষ্ট্রসচিব বরিস জনসনের ভাই যানবাহন মন্ত্রী জো জনসন সরকার থেকে তথা মন্ত্রীত্ব থেকে সরে দাড়িয়েছেন। তার মতে ইউরোপীয়ান ইউনিয়ন থেকে বেরিয়ে আসার বিষয়ে সাধারন মানুষকে নতুন করে কথা বলতে হবে। অসংলগ্ন, বিচ্ছিন্ন এক ‘ব্রেক্সিট’ এর প্রতি বন্দুক তাক করে বসে আছে যুক্তরাজ্য বলেই তিনি মনে করেন। এ নমুনায় ইউনিয়ন ত্যাগ, ইউনিয়নের সাথে আমাদের একটি অধীনতামূলক সম্পর্কের মারপ্যাচে রেখে দেবে। সাধারণ মানুষের মাঝে ফিরে যাওয়া এখন একান্ত প্রয়োজন জানা উচিৎ মানুষ এই অস্বাভাবিক ভিত্তিতে ‘ব্রেক্সিট’ নিয়ে আগ্রসর হতে চায় কি-না।
জো জনসন ইইউ-তে থাকার পক্ষে ভোট দিয়েছিলেন যদিও তার ভাই তৎকালীন পররাষ্ট্রসচিব বরিস জনসন ‘ব্রেক্সিট’ পন্থিদের পুরোধা ছিলেন।
সরকার থেকে সরে দাড়ানোর তার পদক্ষেপকে ভাই বরিস জনসন প্রশংসা করে বলেছেন, প্রধানমন্ত্রী ‘ব্রেক্সিট’ নিয়ে যে নমুনায় আপোসমীমাংসা বা দরাদরি করছেন এটি একটি আতংকের বিষয় এবং এই আতংকের মাঝেও তারা দু’ভাই একমতে আছেন। বিষয়টিকে এভাবে উল্লেখ করে বরিস জনসন টুইটও করেছেন। সংবাদ সূত্র: বিবিসি