মুক্তকথা সংবাদকক্ষ॥
কোভিড-১৯ বা করোণা ভাইরাসের প্রকোপ বৃটেনের রাজধানী লণ্ডন শহরে দিন দিন বেড়েই চলেছে। আজ বৃহস্পতিবার ২১ জানুয়ারী এই একদিনে করোনা ভাইরাসে মৃত্যুর রেকর্ড সৃস্টি করলো। বৃটেনে করোণার মহামারি আকার ধারণ করার পর আজ সর্বোচ্চ সংখ্যক মানুষের মৃত্যু হয়েছে। আজ একদিনে মৃত্যুবরণ করেছেন ১৮২০ জন। গত মঙ্গলবার মৃত্যুর সংখ্যা ছিল ১,৬১০ জন। এনিয়ে পুরো যুক্তরাজ্যে মোট মৃতের সংখ্যা এখন দাঁড়ালো ৯৩ হাজার ২৯০ জন।
এ পর্যন্ত মোট ৪২ লাখ ৬৬হাজার ৫৭৭জন মানুষ টীকার প্রথম টিপরা(ডোজ) নিয়েছেন। জরীপে দেখা গেছে বৃটেনে প্রতি ১০জন মানুষের মাঝে ১জনের করোণা রয়েছে। যুক্তরাজ্য এখন সারা বিশ্বে করোণা মৃতের সংখ্যায় ৫ম দেশ।
|