বৃটেনে ১লা এপ্রিল থেকে পঁচিশোর্দ্ধ বয়সের কর্মজীবীদের মজুরী বাড়লো।
জীবন ধারণের জন্য শ্রমজীবী মানুষের মজুরী বাড়ানো হল ঘন্টায় ০.৫০পেনি।
আগামী ১লা এপ্রিল থেকে “ন্যাশনেল লিভিং ওয়েজ” বা ‘জাতীয় জীবনধারণ মজুরী’ ২৫ উর্দ্ধ বয়সের কর্মচারীদের ঘন্টা প্রতি আগের ৬.৭০পাউন্ড থেকে বেড়ে গিয়ে ৭.২০ পাউন্ড দাঁড়াবে।
“রিজলিউশন ফাউন্ডেশন” নামক গবেষণা প্রতিষ্ঠানের মতে এই মজুরী বৃদ্ধির সুফল সারা দেশ সমানভাবে পাবেনা। দেশের কোন কোন এলাকায় মোট কাজের মানুষের তিনভাগের একভাগের কপালে এ সুবিধা জুটবে। আর কোন কোন এলাকায় খুব অল্পসংখ্যক কর্মজীবী মানুষ এ সুফলের স্বাদ পাবে।
পঁচিশের নিচের বয়সীরা আগের মতই ‘ন্যাশনেল মিনিমাম ওয়েজ’ অর্থাত জাতীয় সর্বনিম্ন মজুরী ঘন্টায় ৬.৭০পাউন্ড হিসেবে পেয়ে যাবেন।
এদিকে “অফিস ফর বাজেট রেসপনসিবিলিটি” অনুমান করছে হাজার হাজার কর্মজীবী মানুষ হয় তাদের চাকুরী হারাবে নতুবা তাদের কর্মঘন্টা কমে যাবে।
(বিবিসি থেকে সংগৃহীত)