1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
বৃত্তিসনদ বিরতণ ও হলদে পাখী সম্প্রসারণ সভা - মুক্তকথা
রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ০৫:২৮ পূর্বাহ্ন

বৃত্তিসনদ বিরতণ ও হলদে পাখী সম্প্রসারণ সভা

বিশেষ বার্তাপরিবেশক
  • প্রকাশকাল : শনিবার, ২৪ জুন, ২০২৩
  • ২৮৭ পড়া হয়েছে

মৌলভীবাজারে বঙ্গবন্ধু শিক্ষাবৃত্তি সনদ বিতরণ

মৌলভীবাজার প্রতিনিধি॥ বঙ্গবন্ধু সোনার বাংলা গড়ার লক্ষ্যে মৌলভীবাজারে বঙ্গবন্ধু শিক্ষাবৃত্তি সনদ বিতরণ করা হয়েছে। গতকাল(২৪জুন) শনিবার দুপুরে মৌলভীবাজার জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক ড.উর্মি বিনতে সালাম’র সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগ সভাপতি নেছার আহমদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মৌলভীবাজার জেলা পরিষদ’র চেয়ারম্যান মিছবাহুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রভাংশু সোম মহান, মৌলভীবাজার পৌরসভা মেয়র ফজলুর রহমান, জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ ফজলুর রহমান,অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহসিন প্রমুখ।

অনুষ্ঠানে মৌলভীবাজার পৌরসভার অন্তর্গত সরকারি কলেজ, মাদ্রাসা ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানসহ মোট ১২টি শিক্ষা প্রতিষ্ঠানের ১০০জন গরীব মেধাবী শিক্ষার্থীদের হাতে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। সহায়তার মধ্যে ছিল আর্থিক সহায়তা, সনদপত্র ও বঙ্গবন্ধুর আত্মজীবনীর একটি বই।

মৌলভীবাজারে প্রাথমিক বিদ্যালয়ে হলদে পাখি সম্প্রসারন বিষয়ক সম্বনয় সভা

মৌলভীবাজার প্রতিনিধি ॥ মৌলভীবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলদে পাখি সম্প্রসারন বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল(২৪ জুন) শনিবার মৌলভীবাজার গার্ল গাইডস অ্যাসোসিয়েশন এর আয়োজনে গার্ল গাইডস্ কার্যালয়ের ট্রেনিং সেন্টারে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে হলদে পাখি সম্প্রসারন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

 

মৌলভীবাজার গার্ল গাইডস অ্যাসোসিয়েশন এর কমিশনার বেগম নুরজাহান সুয়ারার সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক মাধুরী মজুমদারের পরিচালনায় সম্বনয় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড.উর্মি বিনতে সালাম। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার(ভারপ্রাপ্ত) কিশালয় চক্রবর্তী, রাজনগর উপজেলা প্রাথমিক কর্মকর্তা শরীফ নিয়ামউল্লাহ সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: বেলায়েত হোসেন। সমন্বয় সভায় বক্তব্য রাখেন নাজমা বেগম,অপরাজিতা রায়,হেমপ্রভা সিংহা প্রমুখ। জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪০ জন শিক্ষক অংশ গ্রহন করেন।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT