1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
ব্রাসেলস বিমান বন্দর ও মেট্রোষ্টেশনে বোমা হামলা, ১৩জনের মৃত্যু ৩৫জন গুরুতর আহত - মুক্তকথা
শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ০১:৫০ অপরাহ্ন

ব্রাসেলস বিমান বন্দর ও মেট্রোষ্টেশনে বোমা হামলা, ১৩জনের মৃত্যু ৩৫জন গুরুতর আহত

সংবাদদাতা
  • প্রকাশকাল : মঙ্গলবার, ২২ মার্চ, ২০১৬
  • ৬৩৮ পড়া হয়েছে

লন্ডন: আজ মঙ্গলবার ২২শে মার্চ ২০১৬ সকাল ৭টা‌য় ব্রাসেলস বিমানবন্দর ও একটি মেট্রোষ্টেশনে ৩টি বিস্ফোরণে ১৩জন মারা গেছেন এবং ৩৫জন গুরুতর জখম হয়েছেন বলে বিবিসি‌’র এক খবরে জানা গেছে।

বিশেষজ্ঞরা এই বিষ্ফোরণকে আত্মঘাতী বলে অনুমান করছেন। তাদের অনুমান, প্যারিসের হ্যাবডো হামলার সাথে এই হামলার যুগসূত্র থাকতে পারে। কারণ, প্যারিস হামলার মূল হোতা সালাহ আব্দেস সালামকে মাত্র ৪দিন আগে ব্রাসেলসের ঐ মেট্রোষ্টেশন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। আবার, ঘটনার সময় বিবিসি’র ধারণকৃত টেপে আরবী কথাবার্তায় সরগোল শুনা গেছে।

প্রথম দু’টি বিস্ফোরণ ঘটে ব্রাসেলস এর যাবেনটেম বিমান বন্দরের বহির্গমন বিভাগে। তার প্রায় একঘন্টা পর মায়েলভিক নামের একটি মেট্রোষ্টেশনে অপর বিস্ফোরণটি ঘটে। উল্লেখযোগ্য যে ঐ মেট্রোষ্টেশনের খুবই কাছেই হল ইউরোপিয়ান ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠাণ ও স্থাপনাসমূহ।

বেলজিয়াম সরকার এই বিষ্ফোরণের কারণ এখনও আঁচ করতে পারেননি। সরকার তাই সন্ত্রাসী হামলার সর্বোচ্চ সতর্ক সংকেত দিয়েছে। দেশের প্রধানমন্ত্রী চার্লস মাইকেল তার টুইটারে দেশের জনসাধারণকে যে যেখানে যেভাবে আছেন সেভাবে থাকার অনুরোধ জানিয়েছেন।

এ ঘটনার পর ফ্রান্সের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত ১৬০০ পুলিশ মোতায়েম করা হয়েছে।

বিষ্ফোরণ ঘটনায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিন্দা ও দু:খ প্রকাশ করেছেন।

 

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT