নতুন শ্রমিক দলনেতা স্যার কেয়ার স্টারমার ব্রেকসিট প্রশ্নে সরকারী সিদ্ধান্তের সাথে একমত থাকার জন্য আজ কিছু ইংগিতে কথা বলেছিলেন। তার মতে এর বিপরীতে যাওয়া অর্থাৎ “নো ডিল” ভিত্তিতে বেরিয়ে আসা আরো বেশী ক্ষতিকারক। তার এ মতের প্রকাশ হলে, তার সহযোগী কিছু এমপি সতর্ক করে দিয়ে বলেছেন যে, ব্রেক্সিট প্রশ্নে সরকারের পক্ষে গিয়ে শ্রমিক এমপিগন ভোট দিলে তার দলনেতা কেয়ার স্টারমারের জন্য হীতে বিপরীতই হবে। কারণ, ২০১৯এর নির্বাচনে তিনি নিজে ব্রেক্সিট বিরুধী ছিলেন।
শ্রমিক দল নেতা স্যার কেয়ার স্টারমারের বর্তমান ভূমিকায় অনেকেই বলছেন তিনি শ্রমিক দলে বামের মুখোশে অনুপ্রবেশকারী ডানপন্থার একজন রাজনীতিক। |