ভারতে মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, দখলের ষড়যন্ত্র মূলক বিতর্কিত ওয়াকফ সংশোধনী আইন ২০২৫ বাতিলের দাবিতে মৌলভীবাজার সচেতন নাগরিক সমাজ প্রতিবাদ সভা ও মানববন্ধন করেছে।
প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন সিনিয়র এডভোকেট ও সাবেক ম্যানেজার সোনালী ব্যাংক মুস্তাক আহমেদ মম। সংগঠনের সদস্য সচিব মোহাম্মদ সেলিম তালুকদার অধ্যাপক মৌলভীবাজার সরকারি কলেজ স্বাগত বক্তব্য রাখেন। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন আমিনুল হক চৌধুরী সভাপতি- ইমাম সমিতি মৌলভীবাজার সদর, সৈয়দ রুহুল আমিন- সিনিয়র সাংবাদিক, মকবুল খান- খতিব উত্তর কলিমাবাদ জামে মসজিদ, মাওলানা শেখ মোহাম্মদ আব্দুল হক- প্রিন্সিপাল জামেয়া দিনিয়া মাদ্রাসা মৌলভীবাজার।
![]() |
আরও বক্তব্য রাখেন, বাবু রজত কান্তি গোস্বামী- সাবেক অধ্যক্ষ রাজনগর সরকারি কলেজ, ডঃ মোঃ ফজলুল আলী সাবেক অধ্যক্ষ মৌলভীবাজার সরকারি কলেজ, এডভোকেট ডঃ মুহাম্মদ আবু তাহের লেখক ও গবেষক, বকশি ইকবাল আহমদ সভাপতি মৌলভীবাজার প্রেসক্লাব, আবুল আলা মওদুদ সিনিয়র শিক্ষক গভমেন্ট হাই স্কুল মৌলভীবাজার, সৈয়দ মহিউদ্দিন শাহীন বিশিষ্ট ব্যবসায়ী; মতিন বক্স রাজনীতিবিদ ও বিশিষ্ট সমাজ সেবক।
সঞ্চালনায় ছিলেন বিশিষ্ট কবি ও লেখক সুফি চৌধুরী। শৃঙ্খলা রক্ষার দায়িত্বে ছিলেন সৈয়দ আব্দুল হাসিম ও টিটু সভা শেষে দোয়া পরিচালনা করেন মওলানা মো: আব্দুল হক(খতিব বায়তুল আমান জামে মসজিদ)