মুক্তকথা সংগ্রহ।। ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় ‘ভেন্টিলেটর সাপোর্ট’এ রয়েছেন। সোমবার প্রাক্তন এ রাষ্ট্রপতির মাথায় সফল এক অস্ত্রোপচারের পর বর্তমানে তিনি দিল্লীর সেনা হাসপাতালে রয়েছেন। তিনি চিকিৎসাধীন আছেন। সংবাদ সংস্থার বরাতে আজ আনন্দবাজার এ খবর প্রকাশ করেছে।
প্রণব মুখোপাধ্যায় নিজেই তার টু্ইটারে তিনি যে করোণা আক্রান্ত হয়েছেন তা লিখেছিলেন। অবশ্য অস্ত্রোপচারের আগেই তার করোণা সংক্রমণ ডাক্তারদের কাছে ধরা পড়েছিল। টু্ইটারে তার ভাইরাস আক্রান্ত হওয়ার কথা জানাজানি হওয়ার পর দেশের রাজনৈতিক মহলে উদ্বেগ ছড়িয়ে পরে। দিল্লীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল, রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গহলৌত, কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গয়াল তার আরোগ্য কামনা করে টু্ইট বার্তা পাঠান। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ প্রণবকে দেখতে হাসপাতালে যান, লিখেছে আনন্দবাজার। বর্তমানে তিনি সুস্থই আছেন।