লন্ডন: রোববার, ২৬শে চৈত্র ১৪২৩।। গত কাল শনিবার দুই প্রধান মন্ত্রীর বৈঠকে যদিও তিস্তার পানি বন্টনের বিষয়ে কোন কিছুই হয়নি তথাপি, সহযোগীতার হাত বাড়াতে গিয়ে ভারত সংযোগ, শক্তি এবং প্রতিরক্ষা খাতে ৫ বিলিয়ন ডলার ঋণ দেয়ার অঙ্গিকার করেছে। গতকাল শনিবার দুদেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও শেখ হাসিনার মধ্যে ২২টি চুক্তি বিনিময়ের পর এ ঘোষণা আসে।
যাই হোক, বৈঠকে পশ্চিমবঙ্গের প্রধানমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের উপস্থিতিতেই সীমান্ত সংযোগের রেল লাইন উদ্বোধন হয়। সভার পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, এটি ভারতের জন্য জরুরী, বাংলাদেশের জন্যও জরুরী এবং ভারত-বাংলাদেশ সম্পর্কের জন্যও খুবই জরুরী। এ সময় তিনি জোর দিয়ে বলেন আমার ও প্রধানমন্ত্রী সম্মানিত শেখ হাসিনার সরকারের আমলেই তিস্তার পানি বন্টনের একটি সুরাহা হবে এবং এটি আমি নিশ্চিতভাবে বিশ্বাস করি।
এসব ছাড়াও উভয় দেশ ব্যবসা, সংযোগ এবং আঞ্চলিক সহযোগীতার ক্ষেত্রে এক হয়ে কাজ করে যাওয়ার বিষয়ে সম্মত হন। -দি হিন্দু থেকে অনুদিত