ভিসা অফিস দিল্লীতে স্থানান্তরের পর এবার
বাংলাদেশে বৃটিশ কাউন্সিলের কার্যক্রম বন্ধ করা হল" />
ভিসা অফিস দিল্লীতে স্থানান্তরের পর এবার
বাংলাদেশে বৃটিশ কাউন্সিলের কার্যক্রম বন্ধ করা হল
মুক্তকথা: শুক্রবার, ২৯শে জুলাই ২০১৬।।
বৃটেনের “আন্তর্জাতিক শিক্ষা ও সাংস্কৃতিক সুযোগদান সংগঠন” এর (International Organisation for Cultural and Educational Opportunities) বিবৃতিতে বলা হয়েছে যে, নতুন নিরাপত্তা ব্যবস্থা তৈরি হয়ে গেলেই ঢাকায় ব্রিটিশ কাউন্সিলের অফিস চালু করে নিয়মিত কাজকর্ম শুরু করা যাবে বলে তারা আশা করছেন।
বাংলাদেশে ব্রিটিশ কাউন্সিলের পরিচালক বারবারা উইকহাম বলেছেন যে, জনসমাগমস্থলে আসা মানুষের নিরাপত্তা নিয়ে দেশের সাধারণ মানুষের উদ্বেগ দিন দিন বাড়ছে। ব্রিটিশ কাউন্সিলের কর্মী যাঁরা এসব সমাগমস্থলে যাতায়াত করেন, তাঁদের নিরাপত্তার বিষয়টি সংগঠনের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করে দেখতে সংগঠনের অফিস সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
আজ থেকে ৬৫বছর আগে ১৯৫১ সালে ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশে তাদের কাজ শুরু করেছিল। বর্তমানে ঢাকায় দুটি-সহ বাংলাদেশে সংস্থাটির মোট চারটি অফিস কর্মরত ছিল। দেশের ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের ‘ও’ এবং ‘এ’ লেভেল পরীক্ষা ব্রিটিশ কাউন্সিলের ব্যবস্থাপনাতেই হয়।
বছর কয়েক আগে ঢাকা থেকে বৃটিশ ভিসা নেয়া তুলে দিয়ে তা দিল্লীতে স্থানান্তর করা হয়েছিল।