1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
ভূঁয়া এসব প্রচার থেকে সাবধান! - মুক্তকথা
শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০২:২৮ পূর্বাহ্ন

ভূঁয়া এসব প্রচার থেকে সাবধান!

সংবাদদাতা
  • প্রকাশকাল : শনিবার, ৩ ডিসেম্বর, ২০১৬
  • ৩৪৯ পড়া হয়েছে
screen-shot-2016-11-25-at-18-53-38

দেখুন ট্রাম্পের নাম শুধু নয় ছবিও জোড়ে দেয়া হয়েছে প্রচার পত্রের সাথে।

মুক্তকথা: শনিবার ১৭ই অগ্রহায়ন ১৪২৩।। বিভিন্ন বিশিষ্ট ব্যক্তি, নামী-দামী কোম্পানী কিংবা কোন বিশেষ ব্যবসা প্রতিষ্ঠানের নামে আর্থিক ফায়দার দৃষ্টি নন্দন সব ওয়েব সাইট বা বিজ্ঞাপন বানিয়ে অর্থ প্রাপ্তির এসব ব্যবসায় দেখা মাত্র শরিক হবার জন্য বলা হচ্ছে। “হেলায় সুবর্ণ সুযোগ হারাবেন না” ধরনের এসব প্রচার এতোই সুন্দরভাবে উপস্থাপন করা হয় যে ঢুক না গিলে পারবেন না। কোন কোন সময় বিজ্ঞাপন আকারেও এসব ভূঁয়া সুবিধার কথা কিংবা অর্থ প্রাপ্তির কথা প্রচার করা হয়ে চলেছেই।

মোটা অংকের কিংবা ছোট অংকের আয়-রোজগারের এসব ভূয়া প্রচার ইমেইলে পাঠানো হয়ে থাকে আবার ফেইচবুকেও দেয়া হয়। কয়েকদিন আগে অনুরূপ দু’টি বিষয় আমাদের চোখে পড়েছে। একটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে, আর অপরটি একটি সুপ্রতিষ্ঠিত খ্যাতিমান সেবামূলক প্রতিষ্ঠান ‘সোসাল সিকিউরিটি ডিজেবিলিটি’র নামে প্রচার করা হয়েছে। বহুল প্রচারিত একটি ধরিবাজি ব্যবসার প্রচারের কথাগুলো হল এমন- “ঘরে বসে আয় করুন” আর “নিজেই নিজের বস হোন” প্রভৃতি।

কেউ এসব প্রচারের ফাঁদে পা দেবেন না। এসব প্রচারের অধিকাংশই ধাপ্পাবাজি আর ঠগবাজি। আর কোন কোনটা ব্যবসার নামে এক ধরনের ধড়িবাজি, কোন সাচ্চা ব্যবসা নয়।

screen-shot-2016-11-25-at-17-14-22

দেখুন আরেকটি ধড়িবাজি প্রচার

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT