1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
মনুপারের দিনলিপি... - মুক্তকথা
শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৪:২১ অপরাহ্ন

মনুপারের দিনলিপি…

মৌলবীবাজার সংবাদদাতা॥
  • প্রকাশকাল : শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪
  • ১২ পড়া হয়েছে

কেএম আবু তাহের চৌধুরী’র সাথে
প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিমিয়


বাংলাদেশ জার্নালিষ্ট এসোসিয়েশন ইউকে’র সভাপতি কেএম আবু তাহের চৌধুরী’র সাথে মৌলভীবাজার প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিমিয় সভা অনুষ্ঠিত হয়েছে।

গত বৃহস্পতিবার দুপুরে প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রেসক্লাবের আহবায়ক বকশি ইকবাল আহমদের সভাপতিত্বে ও সদস্য সচিব শেখ সিরাজুল ইসলাম সিরাজের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন বাংলাদেশ জার্নালিষ্ট এসোসিয়েশন ইউকে’র সভাপতি কেএম আবু তাহের চৌধুরী। বক্তব্য দেন বাসস প্রতিনিধি সাংবাদিক ডাঃ সাদিক আহমদ, দৈনিক সংগ্রাম প্রতিনিধি ও সাবেক প্রেসক্লাব সভাপতি আজাদুর রহমান আজাদ, বাংলাভিশন প্রতিনিধি সৈয়দ হুমায়েদ আলী শাহিন, এনটিভি’র প্রতিনিধি ও সাবেক প্রেসক্লাব সম্পাদক এসএম উমেদ আলী, ইউকে প্রবাসী শাহ মোঃ মাসুক, সুইডেন প্রবাসী আব্দুল খালিক, ইত্তেফাক প্রতনিধি নজরুল ইসলাম মুহিব, মাছরাঙ্গা টিভি প্রতিনিধি ফেরদৌস আহমদ, যায়যায়দিনের স্টাফ রিপোর্টার মোঃ আব্দুল ওয়াদুদ, মানবজমিনের প্রতিনিধি মু. ইমাদ উদ-দীন, এখন টিভি প্রতিনিধি এমএ হামিদ, এশিয়ান টিভি প্রতিনিধি মাহবুবুর রহমান রাহেল, একাত্তর টিভি প্রতিনিধি আহমেদ ফারুক মিল্লাত ও কালেরকন্ঠ প্রতিনিধি সাইফুল ইসলাম প্রমূখ।


মৌলভীবাজার শাহমোস্তফা একাডেমির দেয়ালিকা উন্মোচন


মৌলবীবাজার সংবাদদাতা

মৌলভীবাজার শহরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শাহমোস্তফা একাডেমির শিক্ষার্থীদের নিজ হাতে আঁকা দেয়ালিকা উন্মোচন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে মুসলিম কোয়ার্টার এলাকাস্থ প্রতিষ্ঠান প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

একাডেমির প্রিন্সিপাল মোঃ ইয়ামীর আলীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইত্তেফাকের জেলা প্রতিনিধি সাংবাদিক নজরুল ইসলাম মুহিব, যায়যায়দিনের স্টাফ রিপোর্টার ও দৈনিক জালালাবাদেও জেলা প্রতিনিধি মোঃ আব্দুল ওয়াদুদ, এশিয়ান টিভির জেলা প্রতিনিধি মাহবুবর রহমান রাহেল, কবি সুফি চৌধুরী প্রমূখ। পরে শিক্ষার্থী ও অভিভাবকসহ শিক্ষাথীদেও হাতে আঁকা দেয়ালিকার উন্মেচন করেন অতিথিরা।


আগামীকাল রাজনগরের বালিগাঁও-এ হতে যাচ্ছে
“বালিগাঁও বিজয়মেলা”

আব্দুল হান্নান


বালিগাঁও বিজয়মেলার ২১ বছর পুর্তি হলো দু’হাজার চব্বিশ সালে এসে। ঐতিহ্যের এ ধারাবাহিকতায় ‘বালিগাঁও বিজয়মেলা’র ২১বছর পুর্তি উপলক্ষ্যে আগামী ২১ ও ২২ ডিসেম্বর রাজনগরে ২ দিনের বিস্তারিত কর্মসূচি নেয়া হয়েছে। আয়োজনকারীদের প্রত্যাশা শুদ্ধ প্রাণের এ মিলন মেলা সার্থকতার রূপ পরিগ্রহ করবে। তাদের এ আয়োজনে সকলের উপস্থিতি কামনা করেছেন।

আয়োজকদের পত্রে জানা যায়, বিশুদ্ধ আয়োজনের এ দুদিনে প্রায় ৩০টির বেশি গ্রামীণ খেলাধুলার ব্যবস্থা করা হয়েছে। যেখানে শিশু থেকে বয়স্করা অংশ নিতে পারবেন৷

উল্লেখ প্রয়োজন যে, আয়োজনে যেসকল খেলাধুলা থাকবে সেগুলো হলো –

১, যেমন খুশি তেমন সাজ ২, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ৩, কাবাডি ৪,দৌড় ৫, লং জাম্প ৬, হাই জাম্প ৭, মোরগ লড়াই  ৮, মেধা যাচাই পরীক্ষা ৯, বস্তা দৌড় ১০, হাড়ি ভাঙা ১১, ইন আইট  ১২, গামছা টান ১৩, টায়ার টান ১৪, বিস্কুট খেলা  ১৫, ফ্লো সাইকেল রেস ১৬, লাটির মধ্যে মাথা ঘুরানো  ১৭, হ্যাড কোর্ট ১৮,দড়ি টান  ১৯, দাড়িয়াবান্ধা  ২০, ছটা টান  ২১, মিউজিক চেয়ার  ২২, বালিশ খেলা ২৩, ফুটবল প্যানাল্টি ২৪, বেলুন ফাটানো ২৫, পাঞ্জা লড়াই ২৬, সাবান মাখা ২৭, বাঁশের উপর বালিশ খেলা ২৮,তৈলাক্ত বাঁশ অতিক্রম ২৯ কলাগাছ আরও গ্রামীণ খেলাধুলা।



বিজয় দিবস উপলক্ষে মৌলভীবাজার শহীদ মিনারে
ছাত্র ফ্রন্টের আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ

রাজিব সূত্রধর

আজ ১৭ ডিসেম্বর ২০২৪ মঙ্গলবার বেলা ২:৩০টায় জুলাই’২৪ আকাঙ্খা বাস্তবায়ন সংগ্রাম পরিষদের উদ্যোগে ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার জেলা শাখার সহযোগিতায় মহান বিজয় দিবস উপলক্ষে “আলোচনা সভা ও পুরস্কার বিতরণী” অনুষ্ঠিত হয়।

মৌলভীবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার জেলা শাখার সভাপতি বিশ্বজিৎ নন্দীর সভাপতিত্বে ও জুলাই’২৪ আকাঙ্খা বাস্তবায়ন সংগ্রাম পরিষদের সদস্য সচিব আবু তালেব চৌধুরীর সঞ্চালনায় সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন বাসদ মৌলভীবাজার জেলা শাখার সমন্বয়ক কমরেড মঈনুর রহমান মগনু(অ্যাডভোকেট)। বক্তব্য রাখেন লীলা নাগ স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক এম. খছরু চৌধুরী, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক রাজির সুএধর।উপস্থিত ছিলেন চারণ সাংস্কৃতিক কেন্দ্র মৌলভীবাজার  জেলা সংগঠক হৃদয় অধিকারী, বাসদ জেলা শাখার সদস্য রেহনুমা রুবাইয়াত প্রমুখ নেতৃবৃন্দ।

আলোচনা শেষে চারণ সাংস্কৃতিক কেন্দ্র ও শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠান পরবর্তী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরনের মাধ্যমে বিকাল ৫টা অনুষ্ঠান সমাপ্ত হয়।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT