1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
মফিজ আলীর মৃত্যুবার্ষিকী - মুক্তকথা
রবিবার, ০২ নভেম্বর ২০২৫, ০৫:৪৭ অপরাহ্ন

মফিজ আলীর মৃত্যুবার্ষিকী

কমলগঞ্জ(মৌলভীবাজার) সংবাদদাতা
  • প্রকাশকাল : শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
  • ১০০ পড়া হয়েছে

 প্রখ্যাত চা শ্রমিক নেতা মফিজ আলীর মৃত্যুবার্ষিকী পালিত

বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ’ কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি, মৌলভীবাজার জেলা কমিটির সাবেক সভাপতি, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট-এনডিএফ সাবেক কেন্দ্রীয় নেতা ভাষা আন্দোলনের অন্যতম সংগঠক, প্রখ্যাত চা-শ্রমিক নেতা মফিজ আলী-এর ১৭তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। ১০ অক্টোবর শুক্রবার বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ মৌলভীবাজার জেলা কমিটির উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করা হয়।

সকাল সাড়ে ৯ টার সময় বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট, বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি, ধ্রুবতারা সাংস্কৃতিক সংসদ, গণতান্ত্রিক মহিলা সমিতি, হোটেল শ্রমিক ইউনিয়ন, চা শ্রমিক সংঘ, রিকশা শ্রমিক ইউনিয়ন, স’মিল শ্রমিক সংঘসহ বিভিন্ন সংগঠন ও ব্যক্তিবর্গের পক্ষ থেকে কমলগঞ্জ উপজেলার শ্রীসূর্য-ধূপাটিলাস্থ প্রয়াত নেতার সমাধিতে পুস্পস্তবক অর্পণ এবং প্রয়াত নেতার অসমাপ্ত কাজকে অগ্রসর করে নিয়ে যাওয়ার প্রত্যয়ে শপথ গ্রহণ করা হয়। পরে স্থানীয় মাঠে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ মৌলভীবাজার জেলা কমিটির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্টিত হয়।

বক্তারা মফিজ আলীর জীবনের উপর আলোচনা করতে গিয়ে বলেন, মফিজ আলী ছাত্র জীবন থেকে প্রগতিশীল রাজনীতির ধারায় সম্পৃক্ত হয়ে ছাত্র আন্দোলন, ভাষা আন্দোলন, ঊনসত্তরের গণঅভ্যূত্থান, কৃষক আন্দোলন, শ্রমিক আন্দোলনে আত্মনিয়োগ করে তাঁর জীবনের প্রায় পুরোটা সময় নিজের পরিবার-পরিজন ও আত্মপ্রতিষ্ঠার চিন্তা না করে সাধারণ মানুষের মুক্তির লক্ষ্যে আন্দোলন সংগ্রাম করেছেন। দীর্ঘ ৬০ বছরের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে তিনি ৭ বার কারাবরণ করেন। ২০০৮ সালে ১০ অক্টোবর সংগ্রামী এই জননেতা ৮১ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

সভায় বক্তারা বলেন, আমৃত্যু সাম্রাজ্যবাদ-সামন্তবাদ বিরোধী মফিজ আলী শৈশবেই প্রত্যক্ষ করেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিভীষিকা। আর জননেতা মফিজ আলীর মৃত্যুর ১৭ বছর পালন করা হচ্ছে তখন সমগ্র বাজার ও প্রভাব বলয় পুনর্বন্টন নিয়ে বাণিজ্য যুদ্ধ, মুদ্রা যুদ্ধ, স্থানিক ও আঞ্চলিক যুদ্ধের ধারাবাহিকতায় মার্কিনের নেতৃত্বে পাশ্চাত্যের সাম্রাজ্যবাদীদের জোট ন্যাটো এবং সাম্রাজ্যবাদী রাশিয়া ইউক্রেনকে কেন্দ্র করে আন্তঃসাম্রাজ্যবাদী যুদ্ধে লিপ্ত রয়েছে। মধ্যপ্রাচ্যে মার্কিনের নেতৃত্বে পাশ্চাত্যের সাম্রাজ্যবাদীদের মদতপুষ্ঠ ইসরাইল প্যালেস্টাইনে হামাস নির্মূলে গত দুই বছর থেকে নির্বিচারে আগ্রাসন ও গণহত্যা চালিয়ে ৬৭ হাজারের বেশি নিরীহ নারী, শিশু, বৃদ্ধকে হত্যা করে সমগ্র গাজা দখল করে প্রমোদনগরী গড়ে তোলার মার্কিন পরিকল্পনা কার্যকরী করতে সচেষ্ঠ।
বক্তারা আরও বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্দ্ধগতির এই সময়ে বাজারদরের সাথে সংগতিপূর্ণ মজুরি না পাওয়া, কাজ শেষে মজুরি-বোনাস প্রাপ্তির অনিশ্চয়তা, শিল্প কারখানা বন্ধ, ক্রমবর্ধমান বেকারত্ব, কর্মক্ষেত্রে নিরাপত্তাহীনতা সর্বোপরি জনজীবনের সমস্যা-সংকট বৃদ্ধি পেয়ে বেঁচে থাকাই দায় হয়ে পড়ছে। মার্কিন সাম্রাজ্যবাদের বিশ্বস্ত সহযোগী ড. ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার ক্ষমতাসীন হয়ে মুখে অনেক কথা বললেও গত এক বছরের জনজীবনের সংকট না কমে আরও বৃদ্ধি পেয়েছে।

সংগঠনের জেলা সভাপতি মো. নুরুল মোহাইমীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রজত বিশ্বাসের পরিচালনায় অনুষ্টিত আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি মৌলভীবাজার জেলা কমিটির যুগ্ম-আহবায়ক রমজান আলী পাখি, ধ্রুবতারা সাংস্কৃতিক সংসদ মৌলভীবাজার জেলা কমিটির সম্পাদক অমলেশ শর্ম্মা, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ মৌলভীবাজার জেলা কমিটির সহ-সভাপতি মো. সোহেল মিয়া, হোটেল শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি আবুল কালাম, রিকশা শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি মোঃ গিয়াস মিয়া, চা শ্রমিক সংঘের সাধারণ সম্পাদক হরিনারায়ন হাজরা, হোটেল শ্রমিকনেতা জামাল মিয়া, প্রবীণ চা-শ্রমিকনেতা স্যামুয়েল বেগম্যান, রিকশা শ্রমিকনেতা মোঃ মোস্তফা মিয়া প্রমূখ। এছাড়াও জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি কবি শহীদ সাগ্নিক অসুস্থ্য অবস্থায় মফিজ আলীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে মোবাইল মাধ্যমে বার্তা পাঠান।

One thought on "মফিজ আলীর মৃত্যুবার্ষিকী"

Comments are closed.

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT