মহাবিদ্যালয়ের নাম পরিবর্তনের চরমপত্র দিয়েছে
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা
মৌলভীবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক কৃষিমন্ত্রীর নামে থাকা উপাধ্যক্ষ আব্দুস শহীদ কলেজের নাম পরিবর্তনের জন্য কর্তৃপক্ষকে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।
সোমবার(১০ ফেব্রুয়ারি) দুপুরে শ্রীমঙ্গল উপজেলার মতিগঞ্জ এলাকায় উপাধ্যক্ষ আব্দুস শহীদ কলেজে গিয়ে অধ্যক্ষ পিয়ালী ভৌমিকের কাছে স্মারকলিপি দেন তারা।
এ সময় শিক্ষার্থীরা কলেজের গেট থেকে নামফলক খুলে ফেলেন। সেখানে মতিগঞ্জ কলেজ নামে একটি ব্যানার টানিয়ে দেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা বলেন, সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ পতিত ফ্যাসিবাদী রাজনৈতিক দলের একজন নেতা ছিলেন। তার বিরুদ্ধে দুর্নীতি ও ভূমিদস্যুতার অভিযোগ রয়েছে। এমন একজন বিতর্কিত ব্যক্তির নামে কলেজের নামকরণ করা আমাদের ছাত্র-ছাত্রী, শিক্ষক ও স্থানীয় জনগণের মধ্যে ক্ষোভের জন্ম দিয়েছে। আমরা বিশ্বাস করি, কলেজের নাম পরিবর্তন করে একটি উপযুক্ত এবং সর্বজনগ্রহণযোগ্য নাম রাখা উচিত। তাই আমরা এই কলেজের নাম এলাকার নামানুসারে মতিগঞ্জ কলেজ হিসেবে নাম দেওয়ার সুপারিশ করছি।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মোজাহিদুল ইসলাম বলেন, গণহত্যাকারী আওয়ামী লীগের দোসরের কারও নামে আমরা কোনও স্থাপনা রাখতে চাই না। আজ আমরা ওই কলেজে গিয়ে আব্দুস শহীদ কলেজের নাম পরিবর্তন করে মতিগঞ্জ কলেজ রাখার দাবি জানিয়ে এসেছি। এই বিষয়ে আমরা একটি স্মারকলিপি দিয়ে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছি। এর মধ্যে তারা যেন শিক্ষা মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়ে নাম পরিবর্তনের কাজ শুরু করেন। কলেজ কর্তৃপক্ষ যদি এই বিষয়ে কোনও পদক্ষেপ না নেয় তাহলে আমরা কঠোর আন্দোলনে যাবো।