1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
মাতৃগর্ভে চুমু খেলো দুই জমজ, ছবিতো তাই বলে - মুক্তকথা
রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৪:২১ অপরাহ্ন

মাতৃগর্ভে চুমু খেলো দুই জমজ, ছবিতো তাই বলে

সংবাদদাতা
  • প্রকাশকাল : বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০১৭
  • ১৫৬৮ পড়া হয়েছে
সন্তানের মা-বাবা

লন্ডন: একই বাসস্থান, একই খাদ্য, একই রক্ত, একই নিশ্বাস, একই ভালবাসা। মায়ের গর্ভে সব কিছুকেই আদরে ভাগ করে নেওয়া দুই যমজ। আল্ট্রাসোনোগ্রাফিতে ধরা পড়ল তাদেরই ‘ভালবাসা’র বিরল মুহূর্ত। জ্ঞান হয়নি, চোখও ফোটেনি। কিন্তু ভালবাসার বন্ধন চিনে নিয়েছে ওরা। মায়ের গর্ভেই একে অপরকে জড়িয়ে ধরে ‘চুমু’ খেল দুই যমজ। আর সেই মুহূর্তের ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। আর চমকপ্রদ হৃদয়মাতানো এ খবরটি দিয়েছে আনন্দবাজার।
আমেরিকার পেনসিলভেনিয়ায় লিভ টুগেদার করেন ক্যারিসা গিল এবং তাঁর বয়ফ্রেন্ড রেন্ডি। এই মুহূর্তে ২৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা ক্যারিসা। সম্প্রতি বয়ফ্রেন্ড রেন্ডির সঙ্গে আল্ট্রাসাউন্ড করানোর জন্য চিকিৎসকের কাছে গিয়েছিলেন তিনি। গর্ভস্থ সন্তানের অবস্থান দেখার জন্য চিকিৎসক যখন ক্যারিসার আল্ট্রাসাউন্ড করেন তখনই কম্পিউটার স্ক্রিনে ভেসে ওঠে সেই বিরল মুহূর্তের ছবি। দেখা যায় মায়ের গর্ভে পরম নিশ্চিন্তে একে অপরকে জড়িয়ে যেন চুমু খাচ্ছে ক্যারিসা-রেন্ডির যমজ সন্তান।
ইতিমধ্যেই তাঁদের আইডেন্টিকাল দুই মেয়ের নামও ঠিক করে ফেলেছেন ক্যারিসা। যমজ মেয়ের এমন অভিনব কীর্তি দেখা অত্যন্ত খুশি রেন্ডি-ক্যারিসা। আল্ট্রাসাউন্ডের ছবি হাতে আসতেই সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন ক্যারিসা।
“এই সময়ের অনুভূতি বলে বোঝানো যায় না। ইসাবেলা তাঁর বোন ক্যালিকে চুমু খাচ্ছে। আমাদের প্রিন্সেসদের দেখার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি”— ইনস্টাগ্রামে পোস্ট করা ক্যারিসার ছবির ক্যাপসন ছিল এটাই।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT