লন্ডন: মঙ্গলবার, ৩রা মাঘ ১৪২৩।। বিশ্বে সবচেয়ে ধনী আট জনের কাছে যে সম্পদ আছে, তা গোটা পৃথিবীর অর্ধেক জনসংখ্যার কাছে থাকা সম্পত্তির সমান। ধনী-গরিবের এই বৈষম্য গত বছরের তুলনায় অনেক বেশি। গত বছরের তথ্য বলছে, সেই ধনী ব্যক্তির সংখ্যা ছিল ৬২ জন। সুইত্জারল্যান্ডের দাভোসে আয়োজিত বিশ্ব রাজনীতি ও বিজনেস এলিটদের সমাবেশে এই ভয়াবহ প্রবণতার কথা তুলে ধরেছে অক্সফ্যাম।
অক্সফ্যাম ইন্টারন্যাশনালের এক্সিকিউটিভ ডিরেক্টর উইনি বিয়ানিমা বলেছেন, যেখানে বিশ্বের প্রতি ১০ জনের মধ্যে ১ জনের সারাদিন কাটে মাত্র ২ ডলারে, সেখানে গুটিকয় কয়েকজনের হাতে এত সম্পদ থাকা ভয়ংকর প্রবণতা। এই পার্থক্যই কোটি কোটি মানুষকে দারিদ্র্যের মুখে ঠেলে দিচ্ছে। গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হচ্ছে। এখনই কোনও ব্যবস্থা না নিলে অদূর ভবিষ্যতে সামাজিক ক্ষোভের চূড়ান্ত বহিঃপ্রকাশ হবে বলে আশঙ্কা প্রকাশ করেছে অক্সফ্যাম।(বর্তমান থেকে)