মুক্তকথা, লন্ডন: মানচেষ্টারের ওই কন্সার্ট এলাকায় এক নিশুতি রাতের নীরবতা বিরাজ করছে। একজনই আত্মঘাতি ওই বিষ্ফোরণের ঘটনা ঘটিয়েছিল।
গতকাল সোমবার ২২শে মে রাতে মানচেষ্টারের এরিয়ানা গ্রান্ড কন্সার্টের আত্মঘাতি বিষ্ফোরণের ঘটনায় ২৩ বছর বয়স্ক একজনকে পুলিশ চর্লটন নামক এলাকা থেকে গ্রেফতার করেছে।
মহামান্য রাণী আজ বিকেল ৪টায় বাকিংহাম রাজপ্রাসাদে ১ মিনিটের এক নীরবতা অনুষ্ঠান পরিচালনা করেন।
অমানবিক ওই আক্রমণ ঘটনার দায় নিয়েছে আইএস। পশুসুলভ বিষ্ফোরণ আক্রমণের ওই ঘটনায় নিহত ২২জনের মধ্যে শাফি রোজ নামের ৮বছর বয়সের এক বালকও রয়েছে। ১৬ বছর বয়সের নিচে ১২টি শিশু এখনও হাসপতালে চিকিৎসাধীন আছে। মানচেষ্টার পুলিশও ১মিনিটের নীরবতা পালন করেছে।
প্রধানমন্ত্রী তেরেশা মে বিশেষ কবরা টিমের সাথে বৈঠক ডেকেছেন।