হারুনূর রশীদ।।
মার্স প্রদক্ষিনরত ‘কিউরোসিটি রবার’ গত কালও এমন কিছু তথ্য পাঠিয়েছে যা বিজ্ঞানীদের অবাক করে দিয়েছে।বিগত ২০১২ সাল থেকে ‘কিউরোসিটি রবার’ মার্সের উপরে ঘুরে ঘুরে তথ্য উপাত্ত সংগ্রহ করে পাঠিয়ে আসছে। নাসার বিজ্ঞানীগন সেসব তথ্য উপাত্ত নিয়ে কাজ করে যাচ্ছেন পরম উৎসাহে। তবে সাম্প্রতিক পাঠানো কিছু তথ্য উপাত্ত বিজ্ঞানীদের মার্স নিয়ে এতোদিনের সব ধারণাকে পাল্টে দিচ্ছে। বিশেষ করে কবে ও কিভাবে মার্সের পৃষ্ঠে পানির সৃষ্টি হয়েছিল সে বিষয়ে বিজ্ঞানীদের দ্বিধাদ্বন্ধে ফেলে দিয়েছে।
আরও দেখতে পারেন: China announces it now produces more solar power than anyone
বিজ্ঞানীগন আমাদের মত সাধারণের মানুষের চেয়ে একটু বেশী খবর রাখেন ও মেধাবী বিধায় বুঝেন ভাল। আর তাই মার্স এর অতীত কিছু বিষয়ে তারা ভাল ধারণা রাখতেই পারেন। বিজ্ঞানীরা যথেষ্ট প্রমাণ আছে এবং তারা স্থির নিশ্চিত যে মার্সের পৃষ্ঠে একসময় তরল পানি ছিল।
যাই হোক, মার্স পৃষ্ঠে তরল পানি থাকার বিষয়টি সে হবে প্রায় বিলিয়ন বছর আগেকার কথা, তখন অবশ্যই মার্স পৃষ্ঠের অবস্থা ও আবহাওয়া যথেষ্ট গরম ছিল। মার্সপৃষ্ঠের পরিবেশ কার্বণ ডাইঅক্সাইডে এতই ঘন ছিল যে ভেতরে তরল পানি থাকার জন্য সেই পরিবেশ উপযুক্ত ছিল।
খুবই সংক্ষেপে বলতে গেলে, মার্স পৃষ্টে পানি ছিল তবে কিভাবে ও কখন সে এক বিরাট প্রশ্ন, বিজ্ঞানীদের কাছে।
লন্ডন: বুধবার, ২৫শে মাঘ ১৪২৩।।