প্রাক্তন প্রেসিডেন্ট আব্দুল গায়ুম কেন গৃহবন্দি— উঠছে প্রশ্ন। একটি সূত্র বলছে, বিরোধীদের সঙ্গে যোগসাজশের অভিযোগেই গৃহবন্দি গায়ুম। তাঁর প্রতি সেনার একটা অংশ এখনও দুর্বল। তাই এখনও গ্রেফতার করা হয়নি তাঁকে।
বৃটেন, আমেরিকাসহ গোটা পশ্চিমাবিশ্ব মালদ্বীপের পরিস্থিতিতে উদ্বিগ্ন। নিজেদের হতাশা ব্যক্ত করে মালদ্বীপ সরকারকে সু্প্রিম কোর্টে আস্থা রাখার পরামর্শও দিয়েছে ওয়াশিংটন। ইয়ামিনকে জরুরি অবস্থা তুলে নেওয়ার আহ্বান জানিয়েছে ব্রিটেন। মালদ্বীপে ভ্রমণরত নাগরিকদের সতর্ক থাকার বার্তা দিয়েছে চিন, ভারত, আমেরিকা এবং ব্রিটেন।
ইয়ামিনের তরফে অবশ্য এখনও ইতিবাচক কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আজই একটি অনলাইন-ভিডিওতে গায়ুম বলেন, “পরোয়ানা জারি হওয়ার মতো আমি কিছুই করিনি।” আনন্দবাজার থেকে