বীর মুক্তিযোদ্ধার সন্তান পুলিশ সদস্য মোঃ আমিরুর ইসলাম পারভেজকে নির্দয়ভাবে হত্যাকারী ও সন্ত্রাসীদের সবোর্চ্চ শাস্তির দাবিতে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, শ্রীমঙ্গল উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন।
গতকাল বৃহস্পতিবার(২ নভেম্বর) শ্রীমঙ্গল চৌমুহনা চত্বরে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচীতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ একাত্মতা পোষণ করেন।
মুক্তিযোদ্ধাদের পক্ষে সাবেক কমান্ডার কুমুদ রঞ্জন দেব বলেন, মুক্তিযুদ্ধারা এখন জীবিত আছেন। মুক্তিযুদ্ধের ইতিহাস ধংশ্ব করতে পরিকল্পিতভাবে আজ তাদের সন্তানদের উপর হাত তুলা হচ্ছে। আমরা এই চক্রান্ত প্রতিহত করতে ঘরে বসে থাকবো না। সরকারের প্রতি জোর দাবী জানাচ্ছি, দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তি প্রদান করা হোক।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি বেলাল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, উপজেলা আওয়ামীলীগের সভাপতি অর্দ্ধেন্দু কুমার দেব বেভুল, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার কুমুদ রঞ্জন দেব, সাবেক ডেপুটি কমান্ডার মোয়াজ্জেম হোসেন ছমরু, আওয়ামীলীগ নেতা মোমিনুল হোসেন সোহেল, সাংবাদিক মামুন আহমেদ, ওয়াকার্স পার্টির নেতা সাংবাদিক সৈয়দ আমিরুজ্জামান, আওয়ামীলীগ নেতা বদরুল আলম শিপলু প্রমূখ।
উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ আরফান উল্লাহ, ফোরকান উদ্দিন বীরপ্রতীক, বীর মুক্তিযোদ্ধা অমলেন্দু পাল, বীর মুক্তিযোদ্ধা রতীশ দাশ, আওয়ামী লীগ নেতা মুমীন আহমেদ, আওয়ামী যুবলীগের সভাপতি আকবর হোসেন শাহীন প্রমূখ।
এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, শ্রীমঙ্গল উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ ছালেক আহমেদ, সাংগঠনিক সম্পাদক কানাই রবিদাশ, অমল বুনার্জী, মিহির দেবনাথ, অজয় দেবনাথ, জহর লাল বুনার্জী, মেলকম রায় প্রমূখ।