1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
মৌলবীবাজারের দিনকাল... - মুক্তকথা
রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ১২:৩৩ পূর্বাহ্ন

মৌলবীবাজারের দিনকাল…

সংবাদদাতাগন॥
  • প্রকাশকাল : শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
  • ০ পড়া হয়েছে

আগামী ৩মাসের মধ্যে হাসিনার বিচার শেষ করতে হবে

হাসিনার দ্রুত বিচার দেখতে চায় দেশবাসী


মৌলবীবাজার সংবাদদাতা
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান বলেছেন, এখন অনেকেই বলছেন, নির্বাচন আগে না বিচার আগে। অবশ্যই বিচার আগে। এখন বৈশাখ মাস চলছে।  শেখ হাসিনার এই বিচার আগামী তিনমাসের মধ্যে শেষ করতে হবে।
শুক্রবার মৌলভীবাজার সদর উপজেলার আমতৈল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে মৌলভীবাজার সদর উপজেলার আমতৈল ইউনিয়ন বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাসের রহমান আরো বলেন, গত সাড়ে পনেরো বছর আমরা রাজনীতি করতে পারিনি। এরকম ইউনিয়ন সম্মেলন চিন্তাও করা যায়নি। এরকম কর্মসূচীর আয়োজন করলেই পুলিশের পাঁচটা গাড়ি এসে আমাদের মিটিং বন্ধ করে দিতো। স্বৈরাচার তখনো কিন্তু বুঝে নাই, যে একদিন তারও শেষ হবে। এই স্বৈরাচারের বিরুদ্ধে আটমাস আগে যা ঘটেছে, এগুলো সরাসরি আল্লাহর বিচার। সীমাহীন লাগামহীন জুলুম নির্যাতন চালিয়েছে। একটা সাতাত্তর বছর বয়সী মহিলা পনেরোশত মানুষকে হত্যা করেও ক্ষমতায় থাকার চেষ্টা করেছে। বিশ হাজার মানুষকে নির্বিচারে গুলিবিদ্ধ করে আহত করেছে। পঙ্গু করেছে।  জানালা দিয়ে নারী শিশু যারা তাকিয়েছে তাদেরকেও নির্বিচারে গুলি করেছে। হত্যা করেছে। এই শেখ হাসিনার বিচার আগামী কয়েক মাসের মধ্যে এই বাংলার মাটিতে হতে হবে এবং তার বিচার মৃত্যুদন্ড ছাড়া আর কোন বিচার নেই। শেখ হাসিনার নির্দেশে এই পুলিশ বাহিনী স্বেচ্ছচারভাবে নির্বিচারে মানুষকে গুলি করে মেরেছে। এর বিচার হতে হবে।
নাসের রহমান আরও বলেন, গ্রাম গঞ্জের মানুষে তো এত ফেসবুক দেখে না, এখন ফেসবুকে যুদ্ধ শুরু হয়েছে এ অন্তর্বর্তীকালীন সরকার পাঁচ বছর থাকতে চায়। কিন্তু রাজনৈতিক সরকার ছাড়া তো মানুষ জনগণের ভোটে নির্বাচিত এমপি পাবে না। এমপি না পেলে তো এলাকার উন্নয়ন করবে কে? উপজেলা চেয়ারম্যানের তো গাড়ির চাকা পাল্টানোর ক্ষমতা নেই। তাহলে উন্নয়ন হবে কিভাবে?  গনতন্ত্র, পুর্নাঙ্গ জাতীয় সংসদ ছাড়া দেশ আগাতে পারবে না।  অন্তর্বতী সরকারকে সংস্কার কাজের জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, আগামী জাতীয় নির্বাচনের আগে হাসিনার দুই চার পাঁচটা বিচারের কাজ শেষ করতে হবে। হাসিনা যে হত্যাযজ্ঞ চালিয়েছে এসবের সব ভিডিও ফুটেজেই আছে। এ জন্য তার মৃত্যু দন্ড ছাড়া আর কোন রায় দেয়ার সুযোগ আছে বলে মনে করি না। এখন দেশবাসী তার দ্রুত বিচার দেখতে চায়।
নাসের বলেন, এখনতো আওয়ামী লীগ মাঠে নেই। নির্বাচন কার সাথে করবো। এদেশে পার্টিই ছিল চারটি বিএনপি, আওয়ামী লীগ, জামায়াত আর জাতীয় পার্টি। জাতীয় পার্টি শেষ হয়ে মৃত্যু বরণ করেছে। আর বাংলাদেশ আওয়ামী লীগ নিজের পায়ে নিজেই গুলি করে মারা গেছে। দলটির ইন্তেকাল হয়েছে।
বাচ্চারা একটা দল করেছে, অলরেডি এ দল নিয়ে টানাটানি শুরু হয়েছে। এক বাচ্চা এডভাইজারের এপিএসের চাকুরী গেছে। তার এপিএসের ব্যাংক একাউন্টে  ৪১৩ কোটি টাকা পাওয়া গেছে।  তাই ঘটা করে তাকে চাকুরী চ্যুত করা হয়েছে।  এই বাচ্চাদের বয়স হল ২৭ বছর। এদের এখনো নাকে টিপ দিলেও দুধ আসো না’।
সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন। এতে বক্তব্য দেন জেলা বিএনপির  আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল মুকিত, মো. ফখরুল ইসলাম, বকসী মিছবাউর রহমান, মুজিবুর রহমান মজনু, সদর উপজেলার বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আয়াছ আহমদ, যুগ্ম আহ্বায়ক মারুফ আহমদ। এতে সভাপতিত্ব করেন আমতৈল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জয়নাল আবেদীন।
এদিকে ইউনিয়ন বিএনপির সম্মেলনকে ঘিরে  নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে উৎসাহ উদ্দীপনা দেখা গেছে। বিশেষ করে নিজের ভোটে পছন্দের নেতা নির্বাচনকে তারা স্বাগত জানিয়েছে। সভাপতি পদে  বিনাপ্রতিদ্বন্দ্বীতায় আনোয়ার হোসেন নির্বাচিত হন। সাধারণ সম্পাদক পদে গোপন ব্যালটে দুজন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করেন। এর মধ্যে এনামুল হক কিবরিয়া ২২৯ ভোট পেয়ে নির্বাচিত হন।

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে ষাড় গরু বিতরণ

কমলগঞ্জ(মৌলভীবাজার) সংবাদদাতা

 

মৌলভীবাজারের কমলগঞ্জে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণীসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় তায় সুফল ভোগীদের মাঝে ষাড় গরু বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকাল ১০ টায় প্রাণীসম্পদ মন্ত্রনালয়ের অর্থায়নে কমলগঞ্জ উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেনারী হাসপাতালের মাধ্যমে হাসপাতাল প্রাঙ্গণে উপজেলার রহিমপুরর, শমশেরনগর, আলীনগর ও কমলগঞ্জ পৌর এলাকার ৫২ জন সুফলভোগীদের মাঝে ১টি করে ষাড় গরু বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ রমা পদ দে, উপজেলা মৎস্য কর্মকর্তা শহিদুর রহমান, উপজেলা প্রাণীসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ রাশেদুল ইসলাম, কমলগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক এম, এ, ওয়াহিদ রুলু, সাধারণ সম্পাদক আহমেদুজ্জামান আলম প্রমুখ।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ রমা পদ দে জানান, পর্যায়ক্রমে উপজেলায় ৩৮৬ জন উপকারভোগীর মাঝে ষাঁড় ও বকনা গরু এবং গরুর ঘর নির্মাণ ও খাদ্য সামগ্রী বিতরণ করা হবে।

কৃষকদের মাঝে বিনামূল্যে সার, বীজ বিতরণ

মৌলভীবাজারের কমলগঞ্জে (২০২৪-২৫) অর্থবছরে প্রণোদনা কর্মসূচীর আওতায় খরিপ-১ মৌসুমে আউশ (উফশী) ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর।

 

মঙ্গলবার (২২ এপ্রিল) বিকাল ৪টায় কমলগঞ্জ উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা কৃষি কর্মকর্তা জয়ন্ত কুমার রায়ের সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো.আনিসুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সামসুন নাহার পারভীন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল, কমলগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক এম এ ওয়াহিদ রুলু,  সদস্য সচিব আহমেদুজ্জামান আলম ও উপকারভোগী কৃষকরা।

উপজেলা কৃষি কর্মকর্তা জয়ন্ত কুমার রায় বলেন, আউশ আবাদ বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রনোদনা কর্মসূচীর আওতায় কমলগঞ্জ উপজেলার ৪হাজার দুইশত জন কৃষককে ৫ কেজি আউসের বীজ, ১০ কেজি ডিএমপি সার ও ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়।

 


দাতা সদস্য বৃটেন প্রবাসী আব্দুর রহিম
শমশেরনগর জেনারেল হাসপাতাল পরিদর্শন করলেন

সালেহ আহমদ

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর জেনারেল হাসপাতাল পরিদর্শনে এসে তহবিলে নগদ পঞ্চাশ হাজার টাকা দিলেন হাসপাতাল পরিবারের দাতা সদস্য বৃটেন প্রবাসী আব্দুর রহিম।

 

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকালে শমশেরনগর জেনারেল হাসপাতাল কমিটির আন্তর্জাতিক সমন্বয়ক ময়নুল ইসলাম খান ময়নুর শ্বশুর হাসপাতাল পরিবারের দাতা সদস্য বৃটেন প্রবাসী আব্দুর রহিম সংক্ষিপ্ত সফরে বাংলাদেশে অবস্থানকালে হাসপাতাল পরিদর্শনে আসেন।

এসময় হাসপাতাল কমিটির নির্বাহী সহ-সভাপতি মুজিবুর রহমান রঞ্জু, সদস্য সচিব আব্দুস সালাম, আব্দুস সহীদ, আমিনুল হক খোকন, হাজী ইউসুফ আলী, আবুল লেইছ প্রমুখরা অতিথিকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন।

হাসপাতালে পৌঁছে তিনি উপস্থিত সবার সাথে কুশলাদি বিনিময় করে হাসপাতালের চলমান আউটডোর কার্যক্রম ও প্রতিটি কক্ষ ঘুরে দেখেন। পরে শমশেরনগর হাসপাতালের নির্মাণাধীন আলেয়া জামান মসজিদ ও দোতলার কাজ পরিদর্শন করেন। তিনি শমশেরনগর হাসপাতালের কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করেন এবং হাসপাতাল তহবিলে নগদ ৫০ হাজার টাকা প্রদান করেন।


 

মিন্টু ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফাইনাল অনুষ্ঠিত 

শ্রীমঙ্গল সংবাদদাতা

 

 

গতকাল বৃহস্পতিবার(২৪ এপ্রিল) রাতে হবিগঞ্জ রোডস্থ সকিনা সিএনজি ইনডোর খেলার মাঠে ব্যাডমিন্টন একাডেমির আয়োজনে ‘মিন্টু ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৫’ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

সবশেষে টুর্নামেন্টের ফাইনাল খেলায় বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় ব্যাডমিন্টন কোচ প্রদীপ কুমার সিনহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শের আলী হেলাল।

প্রতিযোগিদের বয়স ভেদে টুর্নামেন্টকে দুটি ভাগে ভাগ করে আলাদাভাবে অনুষ্ঠিত হয়। প্রবীণ বা অবসরে যাওয়া খেলোয়ারদের নিয়ে একটি টুর্নামেন্ট এবং নিয়মিত খেলোয়ারদের নিয়ে আলাদা টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

প্রবীণদের টুর্নামেন্ট এর ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হন জাকির ও রূপক, রানারআপ হন করিম ও নীলমণি। নিয়মিত খেলোয়ারদের টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হন শোয়েব ও মিন্টু, রানারআপ হন রনি ও সাথী।

বন্ধু, স্বজন ও স্থানীয়দের মধ‍্যে সম্প্রীতি ও ঐক‍্যতা বাড়াতে এই খেলার আয়োজন করা হয় বলে জানান ব্যতিক্রমী টুর্নামেন্টের মূল আয়োজক মিন্টু দেব।


চোরাই পিকআপসহ আটক ১

মৌলবীবাজার সংবাদদাতা

 

মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের বিশেষ অভিযানে ১টি চোরাই পিকআপ গাড়িসহ তোফায়েল মিয়া (২৬) নামে একজনকে আটক করা হয়েছে। শনিবার সকালে শ্রীমঙ্গল থানাধীন কুঞ্জবন এলাকা থেকে তাকে আটক করা হয়।

পরবর্তীতে আটককৃত তোফায়েল মিয়ার দেওয়া তথ্যের ভিত্তিতে শনিবার দুপুরে হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার মিরাশি ইউনিয়নের রাকি আশ্রয়ণ প্রকল্প (গুচ্ছগ্রাম) এলাকা থেকে চুরি হওয়া পিকআপ গাড়ি (গধযরহফৎধ ইড়ষবৎড় গধীরঃৎঁপশ) জব্দ করা হয়।

রোববার এক পেসবিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে জেলা পুলিশ। জেলা পুলিশ শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম এর বরাত দিয়ে জানায়, গত ১৮ মার্চ রাতে গাড়িচালক সোহেল মিয়া তার মাহিন্দ্রা পিকআপ গাড়ি রেখে তারাবির নামাজ পড়তে গেলে সিন্দুরখান বাজারস্থ কেরাণী জামে মসজিদের সামনে থেকে তার গাড়ি চুরি হয়।

 

চুরির অভিযোগ পাওয়ার পর থেকেই শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মোবারক হোসেন খান এবং তদন্তকারী কর্মকর্তা এসআই অলক বিহারী গুনসহ থানার একটি টিম কাজ শুরু করে।

পুলিশ আরও জানায়, তাদের গোপন সোর্স এবং তথ্য প্রযুক্তির সহায়তায় তারা শ্রীমঙ্গল থেকে গাড়ি চোর ও পরবর্তীতে তার দেওয়া তথ্য মতে হবিগঞ্জের চুনারুঘাট থেকে চুরি হওয়া পিকআপ গাড়ি উদ্ধার করতে সক্ষম হন।

এই ঘটনায় বাদীর অভিযোগের প্রেক্ষিতে থানায় একটি মামলা রুজু করা হয়েছে। আটককৃত তোফায়েল শ্রীমঙ্গলের সিন্দুরখান ইউনিয়নের কুঞ্জবন এলাকার তুরুক মিয়াার ছেলে। তাকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। চোর চক্রের অন্য সহযোগীদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানায় পুলিশ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT