মৌলভীবাজার অফিস।। মৌলভীবাজার সদর উপজেলার আপারকাগাবলা ইউনিয়নের শিমুলিয়া গ্রামে মাসাদ মিয়া (২৮) কে খুনের ঘটনায় রুনু মেম্বারসহ ৪৩জনকে আসামী করে মৌলভীবাজার মডেল থানায় মামলা হয়েছে । নিহততের চাচাতো ভাই শিবলি মিয়া বাদী হয়ে গত শনিবার রাতে এই মামলাটি করেন। এদিকে ওই ঘটনার পর থেকে শিমুলিয়া গ্রাম প্রায়
পুরুষ শুন্য হয়ে গেছে। সংঘর্ষের ঘটনার পর থেকেই গ্রামের অনেক মহিলা ঘরের দরজা বন্ধ করে নিজের ছোট ছোট ছেলে-মেয়েদের নিয়ে তাদের নিকটআত্বীয়দের বাড়িতে চলে যান। আর পুরুষরা লাপাত্তা হয়েছে গ্রাম ছেড়ে। এদিকে পুলিশ মামলায় উল্যেখিত আসামীদের গ্রেফতারে তন্ন তন্ন করে খুজে বেড়াচ্ছে দিগবিদিগ। ওই মামলার তদন্ত কর্মকর্তা ও মৌলভীবাজার মডেল থানার ওসি মোঃ সোহেল আহম্মদ বলেন,ওই মামলার তদন্ত কর্মকর্তা আমি নিজে। মামলায় রুনু মেম্বারসহ ৪৩ জনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। এর আগে আটকৃত ছয়জনকে
শনিবার রাতেই আদালতে প্রেরণ করা হয়েছে।
উল্যেখ্য: গত শনিবার সকালে শিমুলিয়া গ্রামে চারা গাছ ভ্ঙ্গাাকে কেন্দ্র করে আপারকাগাবলা ইউনিয়নের বর্তমান সদস্য মশাহিদ আলী ও সাবেক ইউপি সদস্য রুনু মিয়া গ্রুপে এক রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। তীর,বল্লম,লাঠি নিয়ে উভয় পক্ষের শত শত লোক এই সংঘর্ষে ঝাপিয়ে পড়ে। সংঘর্ষের এক পর্যায়ে রুনু মেম্বারের একজনের ছোড়া তীর গলায় বিদ্ধ হয়ে মশাহিদ মেম্বারের গ্রুপের মাসাদ মারা যায়।