1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
মৌলভীবাজারের সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় - মুক্তকথা
রবিবার, ০৬ এপ্রিল ২০২৫, ১০:১৭ অপরাহ্ন

মৌলভীবাজারের সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়

মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশকাল : মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩
  • ৫৩০ পড়া হয়েছে

অবৈধ মাদকের ছড়াছড়ি, পকেটমার, অটোরিকশা ও টমটমগাড়ি চালকের থেকে যাত্রী হয়রানি বন্ধের দাবী

মৌলভীবাজারের সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপার মোঃ মনজুর রহমান’র পিপিএম(বার) মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুর ১টায় পুলিশ সুপার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় এই মতবিনিময়। শুরুতে পুলিশ সুপার ফুলেল শুভেচ্ছা জানিয়ে সাংবাদিকদের এক এক করে বরণ করে নেন। পরে কুশল বিনিময় শেষে শুরু হয় পরিচয় পর্ব। পরবর্তীতে জেলার সমস্যা ও সম্ভাবনা নিয়ে কথা বলেন সাংবাদিকরা। বিশেষ করে কুলাউড়া উপজেলায় বার বার হত্যাকান্ড, রাজনগরে দুইভাই হত্যা, আইনজীবী নিখোঁজসহ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক বিষয়ে পুলিশ সুপারকে অবহিত করা হয়। বিশেষ করে মৌলভীবাজার শহরে অবৈধ মাদকের ছড়াছড়ি, পকেটমার, অটোরিকশা ও টমটমগাড়ি চালকের কাছে সাধারণ যাত্রীরা জিম্মি হয়ে আছে এমন বিষয়টি তুলে ধরা হয়। ঢাকাস্থ আইজি (মিডিয়া) থেকে আগত নবাগত এই পুলিশ সুপার গুরুত্ব সহকারে সাংবাদিকদের কথা নোট করেন এবং অনতি বিলম্বে জেলার এসকল সমস্যার সমাধানে এগিয়ে যাবেন এমন প্রত্যয় ব্যক্ত করেন। তবে, সকল বিষয়ে বস্তু নিষ্ঠ সংবাদ পরিবেশ করতে সাংবাদিকদের প্রতি আহবান জানান তিনি।

মতবিনিময়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহসিন, অতিরিক্ত পুলিশ সুপার তপন সরকার, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ আশরাফুল ইসলাম, ডিআইও আব্দুল কাইয়ুম চৌধুরী, সহকারী পুলিশ সুপার ওয়ালিদুল ইসলাম ও মৌলভীবাজার সদর মডেল থানার ওসি হারুনোর রশীদ। সাংবাদিকদের মধ্যে বক্তব্য দেন, মৌলভীবাজার প্রেস ক্লাবের সাবেক সভাপতি আব্দুল হামিদ মাহবুব, সাধারণ সম্পাদক পান্না দত্ত, সাবেক সাধারণ সম্পাদক এসএম উমেদ আলী, বকসি ইকবাল আহমদ, সরওয়ার আহমদ, সালেহ এলাহী কুটি, সৈয়দ মহসীন পারভেজ, এমএ হামিদ, ফেরদৌস আহমেদ, মু. ইমাদ উদ্দিন, আফরোজ আহমদ প্রমুখ।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT