1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
মৌলভীবাজারে সিপিবির বিক্ষোভ মিছিল ও সমাবেশ - মুক্তকথা
সোমবার, ০৬ জানুয়ারী ২০২৫, ০১:৫৫ অপরাহ্ন

মৌলভীবাজারে সিপিবির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ভ্রাম্যমান প্রতিনিধি॥
  • প্রকাশকাল : বৃহস্পতিবার, ২৮ অক্টোবর, ২০২১
  • ১০৩৭ পড়া হয়েছে

গত বুধবার ২৭ অক্টোবর বিকেলে বাংলাদেশের কমিউনিষ্ট পার্টি(সিপিবি) জেলা কমিটির সাধারণ সম্পাদক এডঃ নিলিমেষ ঘোষ বলুর সঞ্চালনায় ও জেলা সভাপতি মকবুল হোসেনের সভাপতিত্বে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে মৌলভীবাজার প্রেসক্লাব সম্মুখে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সমাবেশে বক্তব্য রাখেন, জেলা কমিটির সাবেক সভাপতি খন্দকার লুৎফুর রহমান, কমলগঞ্জ উপজেলা কমিটির সভাপতি আহমদ সিরাজ, শ্রীমঙ্গল উপজেলা কমিটির সাধারণ সম্পাদক জলি পাল। ছাত্র ইউনিয়ন জেলা সংসদের সহ সভাপতি তোফায়েল আহমদ ফাহিম, যুব ইউনিয়ন জেলা কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গির জয়েস, উদীচী জেলা সংসদের সাধারণ সম্পাদক মীর ইউসুফ আলী, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ মৌলভীবাজার জেলার সভাপতি আব্দুল হক, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল(বাসদ) মৌলভীবাজার জেলার আহ্বায়ক ময়নুর রহমান মগনু।
এছাড়াও আরো বক্তব্য রাখেন মৌলভীবাজার মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল খালিক, বাসদ(মার্ক্সবাদী) এর জেলা সংগঠক রেজাউর রহমান, বাংলাদেশ জাসদ মৌলভীবাজারের সভাপতি আ স ম সালেহ সোহেল, বাংলাদেশ প্রগতি লেখক সংঘ মৌলভীবাজার-এর সভাপতি সৈয়দ মোশাহিদ আহমদ চুন্নু প্রমুখ।
সমাবেশে বক্তারা সাম্প্রদায়িক হামলার সাথে জড়িত দুষ্কৃতিকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ করে।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT