মৌলভীবাজার অফিস।। অন্ধত্ব ও রাতকানা রোগ নির্মূলের চেষ্টার অংশ হিসেবে সারাদেশের সাথে সম্পূর্ণ বিনামূল্যে মৌলভীবাজারে প্রায় ২ লক্ষ ৭১ হাজার ৪শত ৮৫জন শিশুকে
ভিটামিন‘এ’ ক্যাপসুল খাওয়ানো হলো।। শনিবার সকালে টিকা কেন্দ্রে এর উদ্বোধন করেন, জেলা প্রশাসক মো: তোফায়েল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ শাহ জালাল, পৌর মেয়র মো: ফজলুর রহমান ও সিভিল সার্জন ডা. সত্যকাম চক্রবর্তী। জানাযায়, জেলার ৭টি উপজেলার ৬৭টি ইউনিয়ন, পৌরসভাসহ ২শত ১০টি ওয়ার্ড, ১হাজার ৬শত ৪৬টি কেন্দ্রে ৬ থেকে ১২ মাস বয়সী ৩০ হাজার ৭৪ জন ও ১২ থেকে ৫৯ বয়সী মোট ২ লক্ষ ৭১ হাজার ৪শত ৮৫জন শিশুকে ভিটামিন এ’ প্লাস খাওয়ানোর লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।
ক্যাম্পেইনকে সফল করতে ২শত ৪৪জন সুপারভাইজার, ৫ হাজার ২শত ৩৮জন স্বেচ্ছাসেবক, ২শত ৪৫জন স্বাস্থ্য সহকারী, ৩শত ৬জন পরিবার কল্যাণ সহকারী ও ৯জন টিকাদান কর্মী সারা জেলায় কাজ করছেন।