1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
মৌলভীবাজার জেলা বাসদ-এর ২য় সম্মেলন অনুষ্ঠিত - মুক্তকথা
শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১০:৫৫ অপরাহ্ন

মৌলভীবাজার জেলা বাসদ-এর ২য় সম্মেলন অনুষ্ঠিত

বিশ্বজিৎ নন্দী॥
  • প্রকাশকাল : রবিবার, ২২ জানুয়ারী, ২০২৩
  • ৫৯৩ পড়া হয়েছে

বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ মৌলভীবাজার জেলা শাখার ২য় জেলা সম্মেলন আজ ২২ জানুয়ারি ২০২৩, রবিবার দূপুর ১-৩০টায় মৌলভীবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হয়। সম্মেলন উদ্বোধন করেন বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় সমন্নয়ক জননেতা কমরেড বজলুর রশিদ ফিরোজ।

জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা এবং দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলন উদ্বোধন করা হয়। উদ্বোধন পরবর্তী মৌলভীবাজার শহরে একটি মিছিল বের হয়। বাসদ মৌলভীবাজার জেলা সদস্য কমরেড আবুল হাসানের সঞ্চালনায় সম্মেলনে সভাপতিত্ব করেন বাসদ মৌলভীবাজার জেলা শাখার সিনিয়র সদস্য কমরেড মঈনুর রহমান মগনু।

 

 

বক্তব্য রাখেন বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশিদ ফিরোজ, বাসদ কেন্দ্রীয় কমিটির সহকারী সাধারণ সম্পাদক ও সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় সভাপতি কমরেড রাজেকুজ্জামান রতন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মৌলভীবাজার জেলা কমিটির সম্পাদক জওহরলাল দত্ত, বাংলাদেশ জাসদ মৌলভীবাজার জেলা সভাপতি আ স ম সালেহ সোহেল, বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় সভাপতি বিপ্লব মাদ্রাজি পাশী, সহসভাপতি কাজল রায়, ত্রিপুরা আধিবাসী ফোরামের নেতা জনক দেববর্মা, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় সদস্য রেহনোমা রুবাইয়াৎ, জেলা সভাপতি বিশ্বজিৎ নন্দী প্রমুখ নেতৃবৃন্দ। সম্মেলনে সাংস্কৃতিক আয়োজন পরিবেশন করে চারণ সাংস্কৃতিক কেন্দ্র মৌলভীবাজার জেলা শাখা।

 

 

সম্মেলনে গত ২৭ নভেম্বর’২২ রবিবার বাসদ মৌলভীবাজার জেলা শাখার ২য় কাউন্সিলে সর্বসম্মতিক্রমে কমরেড মঈনুর রহমান মগনুকে সমন্নয়ক করে ৮ সদস্য বিশিষ্ট নতুন জেলা কমিটি পরিচিতি করিয়ে দেন বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশিদ ফিরোজ। কমিটির অন্য সকল সদস্য হলেন কমরেড আবুল হাসান, কমরেড দীপংকর ঘোষ, কমরেড লক্ষ্মণ অধিকারী হৃদয়, কমরেড কাজল রায়, কমরেড কিরন শুক্ল বৈদ্য, কমরেড রেহনোমা রুবাইয়াৎ, কমরেড বিশ্বজিৎ নন্দী।

 

 

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT