মৌলভীবাজারের সাধারণ সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম একটি অংশ আমাকে অনুরোধ করায় আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, মন্দিরের সংস্কার কাজ করতে যেয়ে মন্দির উচ্ছেদ করে দোকান কোঠা তৈরি হচ্ছে কেনো(?)। বাংলাদেশের কোথাও এমন প্রমাণ খুঁজে পাওয়া যাবে না যে মন্দিরের স্থানে দোকান কোঠা তৈরি হচ্ছে। অতীতের দিনগুলোতে একজন দোকান কোঠা ভাড়া নিয়ে অন্যদের সাথে চুক্তি করে ভাড়া দিয়ে দেবোত্তর সম্পত্তি নিয়ে ব্যবসা করছে। কমিটির সদস্যরা পরিচিত লোকদের প্রশ্রয়ে এসব চলছে।
উল্লেখ্য যে উক্ত মন্দিরে কোনো শৌচাগারের এবং পানি ব্যবহারের ব্যবস্থা রাখা হয় নাই। মন্দিরের সংস্কার না’করে দোকান কোঠা তৈরি বন্ধ করে যত তাড়াতাড়ি সম্ভব মন্দির নির্মাণ করে ভুমি দস্যুদের হাত থেকে মন্দির রক্ষা করা হোক।
এ ব্যাপারে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। মৌলভীবাজারের সচেতন সনাতনী জনসাধারণের অনুরোধে তাদের পক্ষ থেকে এ আবেদন করছি।
|