“নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই শ্লোগান নিয়ে দেশ শুরু হচ্ছে মৎস্য সাপ্তাহ। এ উপলক্ষ্যে শনিবার সকালে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা পরিষদ সভা কক্ষে স্থানীয় সাংবাদিকদের সাথে মৎস্য অফিসের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আলী রাজিব মাহমুদ মিঠুন এর সভাপতিত্বে মৎস্য সাপ্তহের কর্মসুচি উপস্থাপন করেন শ্রীমঙ্গল সিনিয়র মৎস্য কর্মকর্তা মো: ফারাজুল কবির। মৎস্য কর্মকর্তা মো: ফারাজুল কবির জানান, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা মাছ নিয়ে তাদের “দ্যা স্টেট অব ওয়ার্ল্ড ফিশারিজ অ্যান্ড অ্যাকুয়াকালচার২০২০” শিরোনামে বৈশ্বিক প্রতিবেদনে বলেছে স্বাদুপানির উন্মুক্ত জলাশয় থেকে মাছ আহরণে বাংলাদেশের অবস্থান বিশ্বে তৃতীয়। বর্তমান বিশ্বে মাছ উৎপাদনে বাংলাদেশ ৪র্থ এবং ইলিশ উদপাদনে বিশ্বে আদর্শ স্থানীয় ও ১ম স্থান অর্জন করে। পাশাপাশি বিশ্বে সামুদ্রিক ও উপকূলীয় ক্রাস্টাশিয়া ও ফিনফিস উৎপাদনে যথাক্রমে ৮ম ও ১২তম ও তেলাপিয়া উৎপদনে বিশ্বে ৪র্থ এবং এশিয়ার মধ্যে ৩য় স্থান অর্জন করে। শ্রীমঙ্গলে আর্থিক বছরে উন্মুক্ত ও বদ্ধ জলাশয়ে ১০৮০ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। হাওড়ে রুই জাতীয় মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে হাওড়ের পাশে ৫টি পুকুর ও ৫টি বিল নার্সারি স্থাপন করা হয়েছে। এছাড়াও ২টি উন্নয়ন প্রকল্পের আওতায় প্রদর্শনি পুকুর স্থাপনসহ চাষীদের মাঝে মৎস্য চাষ বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। তিনি আরো জানান, সরকারের নানাবিধ উন্নয়ন কর্মসুচীর বাস্তবায়নের ফলে শ্রীমঙ্গলে চাহিদার চেয়ে ১ হাজার ৭শত ৫ মেট্রিক টন মাছ অতিরিক্ত উদপাদন হচ্ছে। শ্রীমঙ্গলে বাৎষরিক মাছের চাহিদা ৯ হাজার ২শ ৯৬ মেট্রিক টন। |