1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
যারা শোক দিবস পালনে বাধা দিয়েছিল আজ তারাই শোক দিবস পালনে বাধ্য হচ্ছে - মুক্তকথা
মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১:২৯ অপরাহ্ন

যারা শোক দিবস পালনে বাধা দিয়েছিল আজ তারাই শোক দিবস পালনে বাধ্য হচ্ছে

মৌলভীবাজার থেকে ভ্রাম্যমাণ প্রতিনিধি॥
  • প্রকাশকাল : রবিবার, ১৫ আগস্ট, ২০২১
  • ৭৭৭ পড়া হয়েছে

“বঙ্গবন্ধু শুধু আওয়ামিলীগের নয়, বঙ্গবন্ধু সারা বাঙ্গালীর। আজ আওয়ামী লীগের লোকজন বঙ্গবন্ধু-কে তাঁদের নিজেদের সম্পদ বানিয়ে ফেলেছে। প্রশাসন আ”লীগ ব্যতিত অন্যদের দাওয়াত দেন না। সবাইকে দাওয়াত দেয়া উচিৎ। অতীতে যারা শোক দিবস পালনে বাধা দিয়েছিল আজ তারাই শোক দিবস পালনে বাধ্য হচ্ছে। ইতিহাস কাউকে ক্ষমা করে না।”

১৫ই আগষ্ট সকালে জুড়ী উপজেলা তথ্য কেন্দ্রের সহযোগিতায় ও জুড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকীতে জাতীয় শোক দিবস পালন উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে জড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং নেদারল্যান্ড আ”লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক উপরোক্ত বক্তব্য রাখেন। সভাপতির বক্তব্যে জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনিয়া সুলতানা বলেন, বাঙ্গালী জাতির অস্তিত্ব ও অধিকার রক্ষার লড়াইয়ে বঙ্গবন্ধু আজীবন অবদান রেখেছিলেন। এই ঋণ শোধ হওয়ার নয়।

জুড়ী উপজেলা একাডেমিক সুপারভাইজার আলাউদ্দিন আহমদের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাশ এবং রঞ্জিতা শর্মা, সহকারী কমিশনার ভূমি রতন কুমার অধিকারী, জুড়ী থানা ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী, উপজেলা কৃষি কর্মকর্তা জসিম উদ্দিন, আ”লীগের সাধারণ সম্পাদক মাসুক আহমদ চেয়ারম্যান, গোয়ালবাড়ী ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন লেমন, আ”লীগ নেতা আব্দুল কাদির দারা, যুবলীগ সভাপতি মামুনুর রশীদ সাজু, সম্পাদক শেখরুল ইসলাম, জুড়ী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, জুড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ূন রহমান বাপ্পী, ছাত্রলীগ সভাপতি শাহাব উদ্দিন সাবেল ও সম্পাদক ইকবাল ভূইয়া প্রমুখ।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT