1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
যুক্তিহীন পরিবহণ নীতি নিল বৃটেন - মুক্তকথা
মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ০২:২৮ পূর্বাহ্ন

যুক্তিহীন পরিবহণ নীতি নিল বৃটেন

সংবাদদাতা
  • প্রকাশকাল : বুধবার, ৬ এপ্রিল, ২০১৬
  • ১১১০ পড়া হয়েছে

imageঢাকা, আকাশ পথে কোন পণ্য ল্ন্ডন পাঠাতে পারছে না। গেল মাসে বৃটেনের প্রধানমন্ত্রী কামেরুনের এক সিদ্ধান্তের কারণে এমনটি হয়েছে।
হঠাৎ করে কামেরুণ কেনো এমন সিদ্ধান্ত নিলেন তা এখনও জানা যায়নি। অবশ্য বৃটেন নিরাপত্ত্বা ঝুঁকির কথা বলেছে। কিন্তু জানা মানুষের ধারণা এটি খুঁড়া যুক্তি। কারণ দেশে দেশে পণ্য আদান প্রদানে যে কোন ঝুঁকি সামলানোর দায়ীত্ব নেয়ার ব্যবসার জন্য বীমা কোম্পানীগুলো দু’পায়ে খাড়া থাকে। বীমা ছাড়া কোন পণ্য বৃটেনে ঢুকতে দেয়া হবে না বললে মেনে নেয়া যেতো।
এদিকে, বৃটেনের এ সিদ্ধান্তের ফলে বাংলা দেশের বিমান প্রশাসন খুবই বিপাকে পড়েছেন। বিমান মন্ত্রীকে প্রায় প্রতিদিনই অফিস করতে হচ্ছে বিমান বন্দরে। মন্ত্রী অবশ্য ছেড়ে দেয়ার পাত্র নন।
বিমান মন্ত্রী রাশেদ খান মেনন পঞ্চাশের দশকের উত্তাল বাম রাজনীতি থেকে গড়ে উঠা মানুষ। বাংলাদেশে বাম রাজনীতি নিস্তেজ হলেও মেননদের রাজনীতির ঘরানা বেশ মজবুত আছে। মন্ত্রী মেননের কথায় মনে হচ্ছে, বৃটেনের বলা নিরাপত্তা ঝুঁকি সারানোর বিষয়কে তিনি চেলেঞ্জ হিসেবে নিয়েছেন। অপেক্ষা করতে হবে ফলাফল জানার জন্য।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT