লন্ডন: শুক্রবার, ২৩শে অগ্রহায়ণ ১৪২৩।। ইসলাম বিরুধীতার জন্য বহুল পরিচিত, জনপ্রিয় ওলন্দাজ রাজনীতিক গীর্ত উইল্ডার্সকে নেদারল্যান্ডের একটি আদালত ঘৃণা প্রচারক বক্তব্য দেবার জন্য দোষী সাব্যস্ত করেছে। বৃটেনের দৈনিক “ইন্ডিপেন্ডেন্ট” পত্রিকা আজ শুক্রবার ৯ই ডিসেম্বর এ খবর দিয়েছে।
বিচারক হেন্ড্রিক স্টিনোইস অবশ্য আদালতে বলেছেন যে, আদালত এ অপরাধের জন্য উইল্ডার্সের উপর কোন দন্ডাদেশ দেবেনা কারণ দোষী সাব্যস্ত করাটাই গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত একজন জনপ্রিয় রাজনীতিকের জন্য বড় শাস্তি।
চরম ডান রাজনীতির দল “ফ্রিডম পার্টি”র নেতা এই রাজনীতিক মরোক্কান অভিবাসীদের নিয়ে একটি বিরূপ মন্তব্য করেন। আগামী ২০১৭ সালের মার্চের নির্বাচনে তার দল তাদের বিরুধীদের থেকে কমপক্ষে ৩৫টি আসন বেশী পেয়ে বিজয়ী হবে বলে দলটি আগাম বলে দিয়েছে।
তার বিরুদ্ধে আনীত অভিযোগের শাস্তির রায় পড়ার সময় তিনি অবশ্য আদালতে ছিলেন না। কিন্তু তার মামলা চলাকালীন তিনি টুইটারে বলেন যে, এসব দিয়ে আমার মুখ কেউ বন্ধ করতে পারবেন না। “রায় যা’ই হয় না কেনো, নেদারল্যান্ডের মরোক্কান সমস্যা নিয়ে যা সত্য তা আমি বলেই যাবো। কোন বিচারক, রাজনীতিক কিংবা কোন সন্ত্রাসীও আমাকে এই সত্য বলা থেকে বিরত রাখতে পারবে না।”