1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
রাজনীতিতে নতুন মাত্রা, যোগ হলো হত‍্যা - মুক্তকথা
রবিবার, ১৩ এপ্রিল ২০২৫, ০১:২২ পূর্বাহ্ন

রাজনীতিতে নতুন মাত্রা, যোগ হলো হত‍্যা

আব্দুল ওযাদুদ॥
  • প্রকাশকাল : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ৩৯ পড়া হয়েছে

আইনজীবীদের বিক্ষোভ। আদালত কার্যক্রম বর্জন।
গুড়িয়ে দেওয়া হলো ফুসকার দোকান।
মৌলভীবাজারে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে তরুণ আইনজীবী খুন


 

প্রকাশ্যে এমনতরো অমানবিক হত্যার ঘটনা মৌলবীবাজারের রাজনৈতিক ইতিহাসে বিগত অর্ধশতাব্দীর মধ্যে ঘটেনি। হত্যার এ ঘটনা স্থানীয় রাজনীতিতে নতুন এক অসুস্থ অমানবিক মাত্রা যোগ হলো।

দূর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত আইনজীবী সুজন মিয়া। ছবি: মুক্তকথা

ঘটনার বিবরণে জানা যায়, মৌলভীবাজার শহরের মেয়র চত্বর বলে পরিচিত পৌরসভার এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে সুজন মিয়া নামের মৌলভীবাজার জেলা জজ আদালতের তরুণ আইনজীবী খুন হয়েছেন। উকীল হত্যার চাঞ্চল্যকর এ ঘটনায় শান্তি প্রিয় জেলাখ্যাত মৌলভীবাজারে আলোচনা সমালোচনার ঝড় বইছে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, রোববার রাত সাড়ে ১১ টার দিকে পৌরসভা কার্যালয়ের মেয়র চত্তরের উত্তর পাশের ফুটপাতে একটি ফুসকার দোকানে বসে আইনজীবী সুজনসহ ৪ বন্ধু মিলে ফুসকা খাচ্ছিলেন। এ সময় ৭ থেকে ৮ জন দুর্বৃত্ত আইনজীবী সুজন মিয়ার পাশে দাঁড়ায়। কিছু বুঝে উঠতে না উঠতেই তাদের মধ্যে একজন ছুরিকাঘাত করে এবং একত্রে সবাই পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহতকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, মৌলভীবাজার-এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। খবর পেয়ে তার পরিবারের সদস্য ও সহকর্মীরা ছুটে যান হাসপাতালে।
আইনজীবী সুজন মিয়া শহরতলীর পূর্ব হিলালপুর এলাকার জহিরুল ইসলামের পুত্র। পরিবারের সদস্যদের সাথে প্রায় ৮ বছর যাবৎ বসবাস করতেন ওই এলাকায়। নিহত আইনজীবী সুজন মিয়ার পৈত্রিক বাড়ি ব্রাক্ষণবাড়িয়া পৌর এলাকার ১ নং ওয়ার্ডের ধুবলাপাড়া এলাকায়।

 

মৌলভীবাজার সদর মডেল থানার ওসি(তদন্ত) মিনহাজ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। হত্যার কারণ এখনও জানা যায়নি, আসামীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। খবর পেয়ে পুলিশ সুপার এম.কে এইচ জাহাঙ্গীর হোসেন সহ জেলা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এদিকে আইনজীবী সুজন মিয়া হত্যার প্রতিবাদে মৌলভীবাজারে আদালত কার্যক্রম বর্জন করে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন আইনজীবীরা। সোমবার সকাল সাড়ে ১১টার দিকে আদালত প্রাঙ্গনে ঘন্টা ব্যাপি মানববন্ধন পালন করা হয়।

ছুরতহালের পূর্বমূহুর্তে পুলিশপ্রহরায় নিহত আইনজীবী সুজনমিয়া। ছবি: মুক্তকথা।

এসময় বক্তব্য রাখেন সিনিয়র আইনজীবী ও আইনজীবী সমিতির আহবায়ক এডভোকেট মুজিবুর রহমান মুজিব, সিনিয়র আইনজীবী শান্তি পদ ঘোষ, রমাকান্ত দাশ গুপ্ত, আইনজীবী কামরেল আহমদ চৌধুরী, মো: জয়নুল হক, মো: মিজানুর রহমান, বকসী জুবায়ের আহমদ, মোস্তাক আহমদ মম সহ অন্যান্যরা।

ভাংচুরে অংশ নিলেন আইনজীবীগনও

পরে তারা আদালত সড়কে বিক্ষোভ মিছিল করেন। বক্তাগন ২৪ ঘন্টার মধ্যে আইনজীবী সুজন মিয়ার হত্যাকারীদের গ্রেফতারের দাবী জানান। পরে জেলা জজ আদালত থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর শহরের চৌমূহনা ঘুরে পৌরসভার সামনে আসলে সংক্ষুব্ধ আইনজীবিরা বেশ কয়েকটি ফুচকার দোকান ভাংচুর করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT