লন্ডন: মঙ্গলবার, ৪ঠা বৈশাখ ১৪২৪।। এখন থেকে ৪ঘন্টা আগে বিবিসি বাংলা তাদের অনলাইনে এ খবরটি দিয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চারুকলা ইন্সটিটিউটের শিক্ষার্থীদের বানানো কয়েকশো ভাস্কর্য তছনছ করে উপড়ে ফেলা হয়েছে। কিছু ভাস্কর্য ফেলে রাখা হয়েছে শিক্ষকদের কক্ষের সামনে। কারা এ কাজ করেছে, সেটি জানা যায়নি। ঘটনার প্রতিবাদে সকাল থেকে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।
রাজশাহীর সাংবাদিক আনোয়ার আলী হিমু বিবিসি বাংলাকে জানিয়েছেন, আজ সকালে বিশ্ববিদ্যালয়ের একজন কর্মচারী চারুকলা ইন্সটিটিউটে এসে দেখতে পান যে, শিক্ষার্থীদের বানানো কয়েকশো ভাস্কর্য, যেগুলো ক্লাসরুমের পাশেই খোলা জায়গায় রাখা ছিল, সেগুলো উপড়ে এলোপাথাড়িভাবে মাটিতে ছড়ানো ছিটানো অবস্থায় ফেলে রাখা হয়েছে। এছাড়া কিছু কিছু ফেলে রাখা হয়েছে শিক্ষকদের রুমের সামনে। পরে ঐ কর্মচারী শিক্ষক ও শিক্ষার্থীদের খবর দেন। এরপর সকাল থেকেই সেখানে এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।
ধারণা করা হচ্ছে, সোমবার রাতে এ ঘটনা ঘটানো হয়েছে।