নিন্দালিপিতে তারা বলেন- ‘একজন নিরিহ মানুষকে পুলিশ কাষ্টোডিতে হত্যা করা আইনের চরম লঙ্ঘন। পুলিশ জনগনের বন্ধু হিসাবে কাজ করে এবং সাম্প্রতিক এমসি কলেজের ঘটনা এবং পুলিশের দায়ীত্বপূর্ণ ভূমিকার উল্লেখ করে ব্যক্তিবৃন্দ বলেন, এমসি কলেজের ঘটনায় অতি অল্প সময়ে ঘটনায় জড়িতদেরকে গ্রেপ্তার করে সুনাম অর্জন করেছে পুলিশ, কিন্তু পুলিশের সুনাম নষ্টকারী যে সকল সদস্য রায়হানের মত নিরিহ মানুষকে হত্যা করেছে তা তদন্ত করে হত্যার সাথে জড়িত পুলিশ সদস্যদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির আমরা দাবী করছি।’
বিবৃতিতে সাক্ষরকারী উল্লেখযোগ্য নেতৃবৃন্দ হলেন-‘প্রাউড টু বি সিলেটি ইউকে’র উপদেষ্টা কমিউনিটি লিডার নুরুল ইসলাম মাহবুব, উপদেষ্টা মুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুল কাইয়ুম কয়সর, উপদেষ্টা খন্দকার আব্দুল মছব্বির এমবিই, উপদেষ্টা আলহাজ্ব সুরাবুর রহমান, উপদেষ্টা আব্দুর রকিব সিকদার, গ্রুপ ক্রিয়েটার ও এডমিন মোহাম্মদ মকিস মনসুর, গ্রুপ এডমিন ও দাওয়াতি সমন্নয়ক হাবিবুর রহমান রানা, গ্রুপ এডমিন ফাইন্যান্স মিনিষ্টার শেখ শাহজাহান আহমদ তরফদার, চ্যারিটি সমন্নয়ক হারুন অর রশিদ সহ একষষ্ঠীজন। তারা সেই সাথে নিহত রায়হানের রুহের মাগফেরাত কামনা করে তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছন। দায়ী নরপশু পুলিশদেরকে অবিলম্বে গ্রেফতার করে বিচারের আওতায় আনা এবং দৃষ্টান্ত মূলক শান্তি প্রদানের যথাযথ পদক্ষেপ গ্রহণ করার জোর দাবি জানিয়েছেন।
|