1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
রাস্তা দখল করে দোকান নির্মাণ(?) - মুক্তকথা
শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ১১:২৮ অপরাহ্ন

রাস্তা দখল করে দোকান নির্মাণ(?)

কমলগঞ্জ(মৌলভীবাজার) সংবাদদাতা
  • প্রকাশকাল : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ১১১ পড়া হয়েছে

সরকারি রাস্তার জমি দখল করে দোকানগৃহ নির্মাণের অভিযোগ


 

কমলগঞ্জ উপজেলার সরকারি রাস্তার জমি দখল করে দোকানগৃহ নির্মাণের অভিযোগ করেছেন আনসার ভিডিপি ইউনিয়ন দলনেত্রী সুরজাহান বেগম। উপজেলা চৌমুহনী-আদমপুর সড়কের পাকা রাস্তার নগর পয়েন্টে সরকারি জমি দখল করে দোকানগৃহ নির্মাণে হাছন মিয়ার বিরুদ্ধে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এর কাছে লিখিত অভিযোগ প্রদান করেন। ইউনিয়ন ভূমি অফিস আদমপুর অভিযোগের সত্যতা পেয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের উত্তর তিলকপুর গ্রামের হাছন মিয়া উপজেলা হতে আদমপুর সড়কের নগর পয়েন্টে সরকারি জমি দখল করে পাকা দোকানগৃহ নির্মাণ করেছেন। যার কারনে জনসাধারণ ও যানবাহন চলাচলে দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। ফলে সড়কের জমি উদ্ধার করা প্রয়োজন।

সুরজাহান বেগম বলেন, সড়কের জমি দখলকারী হাছন মিয়া একজন প্রভাবশালী হওয়ায় এলাকার লোকজন তার বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস পাচ্ছেন না। আনসার ভিডিপি ইউনিয়ন দলনেত্রী হিসাবে লোকজন আমাকে অবগত করলে আমি গৃহ নির্মাণে বাঁধা প্রদান করি। হাছন মিয়া বাঁধা অমান্য করে পাকা দেয়ালের দোকানগৃহ নির্মাণ করেছেন।

এব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এর নির্দেশে আদমপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. আব্দুল মোত্তাকীন সরেজমিন তদন্ত করেন। পরে গত ১৬ সেপ্টেম্বর তদন্ত প্রতিবেদনে উল্লেখ করেন, হাছন মিয়া নিজের বসতবাড়ির লগ্ন ভূমির সাথে সড়কের আংশিক ভূমি একত্রীভূত করে অবৈধভাবে দোকানগৃহ নির্মাণ করেছেন।

অভিযোগ বিষয়ে যোগাযোগের চেষ্টা করলেও হাছন মিয়া মোবাইল ফোন রিসিভ করেননি। তবে হাছন মিয়ার এক নিকটাত্মীয় জানান, এটি হাছন মিয়ার নিজস্ব ভূমিতে দোকানগৃহ নির্মাণ করেছেন।

এব্যাপারে কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর বলেন, অভিযোগ পেয়ে তদন্তের জন্য ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাকে দেয়া হয়। তিনি তদন্ত প্রতিবেদন পাঠিয়েছেন। আইন মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT