রেভের নতুন নিখোঁজ তালিকা
মুক্তকথা: ২৮শে জুলাই ২০১৬।।
রেভ বাংলাদেশের সংশোধিত নতুন নিখোঁজ তালিকা গত সোমবার প্রকাশিত হয়েছে। নতুন এই নিখোঁজ তালিকায় মোট ৬৮জনের নাম সন্নিবেশিত হয়েছে। তার মধ্যে ৩জন নারীও আছেন। এর আগে রেভ ১৯শে জুলাই ২৬২জনের একটি তালিকা প্রকাশ করেছিল। সেই তালিকাকেই একটু যাচাই-বাচাই করে এই ৬৮জনের নাম প্রকাশ করা হয়েছে।
দীর্ঘদিন ধরে বাংলাদেশে মানুষ নিখোঁজের ঘটনা ঘটে আসছিল। গুলশান ও সোয়ালাকিয়ার হামলায় জড়িতরা দীর্ঘদিনের নিখোঁজ ব্যক্তি হওয়ার কারণে বিষয়টি সবার নজরে চলে আসে। রেভের অভিমত, নিখোঁজদের বয়স ১৫ থেকে ৪০ বছরের খোটার মধ্যে রয়েছে।
র্যাবের মিডিয়া উইংয়ের কর্তা কমান্ডার মুফতি মাহমুদ আনন্দবাজারকে জানিয়েছেন, প্রথম দফায় দেওয়া ২৬২ জনের তালিকা ঝাড়াই-বাছাই শেষে তাঁরা এই সংশোধিত তালিকা প্রকাশ করেছেন। নতুন এই নিখোঁজ তালিকার ৬৮ জনের মধ্যে কত জন জঙ্গিদের সঙ্গে জড়িত সেটাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।