লন্ডন: শনিবার, ২২শে পৌষ ১৪২৩।। রাজধানী ঢাকায় সমাবেশ কর্মসূচি পালন করতে না দেয়ার প্রতিবাদে রবিবার দেশব্যাপী বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে বিএনপি।
শনিবার সকালে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।
তিনি বলেন, ৫ জানুয়ারি ‘গণতন্ত্র হত্যা দিবস’ উপলক্ষে আজকের সমাবেশ কর্মসূচি ঠেকাতে ক্ষমতাসীনদের বর্বর পদক্ষেপের প্রতিবাদে আগামীকাল সারাদেশে জেলা সদর ও মহানগরে এবং ঢাকা মহানগরের থানায় থানায় বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।
নিউজটি শেয়ার করতে বাটনের উপর ক্লিক করুন