কক্সবাজারের উখিয়া উপজেলায় নতুনভাবে গড়ে ওঠা বালুখালী রোহিঙ্গা শিবির পরিদর্শনে গেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষ দূত ইয়াংঘি লি। মঙ্গলবার বেলা ১টার দিকে তিনি সেখানে যান। এ সময় আর্ন্তজাতিক অভিবাসন সংস্থা, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনের কর্মকর্তারা তার সঙ্গে ছিলেন।
ছয় দিনের সফরে রোববার বাংলাদেশে আসেন জাতিসংঘের এই বিশেষ দূত। ওইদিনই রোহিঙ্গাদের বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সঙ্গে বৈঠক করেন তিনি।
জানা গেছে, উখিয়া এবং টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে গিয়ে ইয়াংঘি লি মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের মুখ থেকে নির্যাতনের বর্ণনাও শুনবেন। (বাংলা টপনিউজ২৪.কম থেকে)