লন্ডন: গত ৯জুলাই রোববার রাতে এক ভয়াবহ অগ্নিকান্ড সংগঠিত হয়েছে ‘কেমডেন লক মার্কেট’এ। ‘কেমডেন লক’ নামের এই বাজারটি লন্ডনের সবচেয়ে জনপ্রিয় একটি পর্যটক বাজার।
৭০জন অগ্নিনির্বাপক বাহিনীর কর্মি ও ১০টি অগ্নিনির্বাপক গাড়ী ঘটনাস্থলে কাজ করছে বলে রোববার রাতেই ‘লন্ডন ফায়ার ব্রিগেড’বিবিসি’কে জানায়। ইতিপূর্বে ২০০৮ সালে ও ২০১৪ সালে আরো দু’দু’বার প্রাচীনতম এ বাজারটিতে আগুন লেগে গিয়ে বিপুল ক্ষতিগ্রস্থ করেছিল ব্যবসায়ীদের। অগ্নিনির্বাপক বাহিনী রাত ৩টার দিকে বিবিসি’কে বলেছিল আগুন নিয়ন্ত্রণে আছে। আজ সোমবার পর্যন্ত ৪টি অগ্নিনির্বাপক গাড়ী ও ২০জন নির্বাপক কর্মি অকুস্থলে কার্যরত থাকবে বলে এক বিজ্ঞপ্তিতে ‘ফায়ার ব্রিগেড’ জানিয়েছে। অগ্নিকান্ডের কোন সূত্র এখনও জানা যায়নি কিংবা কোন হতাহতও ঘটেনি জানিয়েছে পুলিশ।