সাবিহা রশীদ, লন্ডন: উত্তর লন্ডনের ফিন্সবারি পার্ক মসজিদের সামনের সড়কে পায়ে হাটা পথে পথচারিদের উপর একটি ভেনগাড়ী উঠে গেলে অনেক লোক আহত হয়েছে বলে জানা গেছে। পুলিশ ঘটনাটিকে ‘একটি বড় আকারের ঘটনা’ বলে অভিহিত করেছে বলে গভীর রাতে বিবিসি লিখেছে।
ঘটনার কারণে সেভেন সিস্টার রোডের ফিন্সবারি পার্ক মসজিদের কাছ থেকে এক ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করেছে। রাত ১২টা সোয়া বারোটার দিকে ঘটনাটি ঘটে বলে জানা যায়।
মুসলিম কাউন্সিল অব ব্রিটেনের মতে উদ্দেশ্যমূলকভাবে মসজিদের প্রার্থনাকারীদের উপর একটি ভেন চালিয়ে দেয়া হলে এই দূর্ঘটনাটি ঘটে। দূর্ঘটনার শিকার এ মানুষজন সবেমাত্র ইফতার শেষের সান্ধ্য প্রার্থনা(মাগরিবের নামাজ) শেষ করে ঘরের উদ্দেশ্যে বের হয়েছিল।
মোট কতজন আহত হয়েছেন এবং তাদের মধ্যে মারাত্মক কতজন এবং কেউ মারা গেছেন কি-না গভীর রাত অবদি জানা সম্ভব হয়নি।