1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
লোভী মনের লাগামহীনতা। পানি উন্নয়ন বোর্ডের জলাশয় দখলের অপচেষ্টা - মুক্তকথা
শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০১:১২ অপরাহ্ন

লোভী মনের লাগামহীনতা। পানি উন্নয়ন বোর্ডের জলাশয় দখলের অপচেষ্টা

আব্দুল ওয়াদুদ
  • প্রকাশকাল : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪
  • ৮৩ পড়া হয়েছে

পানি উন্নয়ন বোর্ডের জলাশয় ভরাট করে স্থাপনা নির্মাণের অপচেষ্টা
প্রায় ৫ কোটি টাকার জলাশয় দখল


মৌলভীবাজারের রাজনগর উপজেলায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের প্রায় ৪ কিয়ার জলাশয় ভরাট করে স্থাপনা নির্মাণ করছে একটি মহল। ভরাট করা ওই জমির মূল্য প্রায় ৪ কোটি ৮০ লাখ টাকা। এদিকে জলাশয় ভরাট করায় পাউবো জমি সার্ভে করে ব্যবস্থা নিচ্ছে বলে জানিয়েছে।

ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, উপজেলার কুশিয়ারা নদী তীরবর্তী শত বছর বয়সী কালারবাজারে পাউবো’র জলাশয় ভরাট করে রাখা হয়েছে প্রায় ৪ কিয়ার জমি। স্থানীয় ও নদীর ওপারের বালাগঞ্জ উপজেলার প্রায় ৫ ব্যক্তি এসব জলাশয় ভরাট করেছেন এমনটা জানিয়েছেন স্থানীয়রা। স্থানীয়রা আরও জানান, বাজারের জমি এখন অনেক মূল্যবান। এখানে প্রতি শতক ভূমি সর্বমূল্য ৪ লাখ টাকা ধরা হলে ৪ কিয়ার জমির দাম পড়ে প্রায় ৪ কোটি ৮০ লাখ টাকা।

কাউয়াদিঘী হাওরে উন্নত কৃষি ব্যবস্থা বাড়াতে ১৯৭৫ সালে বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলে সর্ব-বৃহত্তম সেচ ও পানি ব্যবস্থাপনা বিষয়ক এই প্রকল্পটি বাস্থবায়ন কার্যক্রম শুরু করা হয়। এ প্রকল্পটির মাধ্যমে মৌলভীবাজার সদর ও রাজনগর উপজেলার ২২ হাজার ৫৮০ হেক্টর জমিতে সেচ সুবিধা প্রদান করতে পানি সম্পদ মন্ত্রনালয়ের রক্ষনাবেক্ষণে ও পানি উন্নয়ন বোর্ড’র ব্যবস্থাপনায় প্রকল্পটির কাজ শুরু হয় ১৯৭৫-৭৬ অর্থবছরে এবং এটি সমাপ্ত হয় ১৯৮২-৮৩ অর্থবছরে। প্রকল্প বাস্থবায়ন করতে হলদিগুল হয়ে কালারবাজার-খেয়াঘাটবাজার থেকে মৌলভীবাজার শহরের চাঁদনীঘাট এলাকা পর্যন্ত ৪৪ কিলোমিটার হাওর বেষ্টিত ও নদীর কিনারায় বাঁধ নির্মাণ করা হয়। মূলত কুশিয়ারা ও মনূ নদের জলের কবল থেকে কাউয়াদিঘী হাওর রক্ষাসহ মনূ বাঁধ দিয়ে শুস্ক মৌসুমে পানি সরবরাহ করতে প্রায় ১শ কোটি টাকা ব্যয়ে এ প্রজেক্ট বাস্থবায়ন করে পাউবো।

ওই সময়ে সাধারণ জনগণের কাছ থেকে ভূমি অধিগ্রহণ করে কালারবাজারসহ অন্যান্য জলাশয় থেকে মাটি উত্তোলন করে ৪৪ কিলোমিটার বাঁধ নির্মাণ করা হয়। এখন পরিত্যক্ত এসব জলাশয় দিনদিন বেদখলে যাচ্ছে।

জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক কালারবাজার ব্যবসায়ী সমিতির সাবেক এক নেতা ও বর্তমান ব্যবসায়ী বলেন, আমরা জানি এই জলাশয় পানি উন্নয়ন বোর্ডের, কিন্তু যারা মাটি ভরাট করেছেন তারা কোন বলে করিয়েছেন তা জানি না।

উত্তরভাগ ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ও বাজারের ব্যবসায়ী মজনুর রহমান বলেন, “বাজারে বালু ভরাটকারীগণ কিভাবে বন্দোবস্ত এনেছেন ও কিভাবে ভরাট করিয়েছেন তা আমরা জানি না। এটি কি বন্দোবস্ত নাকি তাদের নিজেদের জলাশয় তাও আমার জানা নাই”।

জলাশয় ভরাটকারী নদীর ওপারের বালাগঞ্জ উপজেলার ডেকাপুর গ্রামের বাসিন্দা ও কালারবাজারের ব্যবসায়ী সাদ্দেক মিয়া বলেন, “আইনী প্রক্রিয়ায় আজ থেকে ২৫ বছর পূর্বে পানি উন্নয়ন বোর্ডের কাছে থেকে জলাশয় এনে এখন মাটি ভরাট করেছি”।

এদিকে যত্রতত্র স্থাপনা নির্মিত হলে পরিবেশের ক্ষয়ক্ষতিসহ সড়কে যানঝট বাড়বে বলে দাবী করেছেন পরিবেশবিদরা। বাংলাদেশ পরিবেশ রক্ষা আন্দোলন’র(বাপা) জাতীয় পরিষদ’র সদস্য আ.স.ম সালেহ সোহেল বলেন, অবৈধভাবে যারা পাউবোর জলাশয় দখল করেছেন, তদন্ত সাপেক্ষে তাদের আইনের আওতায় আনা হউক। তিনি বলেন, যত্রতত্র জমিদখল করে স্থাপনা নির্মাণ করা হলে পরিবেশ ও প্রকৃতির মারাত্মক সমস্যা হবে।

পানি উন্নয়ন বোর্ডের রাজনগর উপ-সহকারি প্রকৌশলী আল আমিন বলেন, বহু আগে “জমির শ্রেনীর পরিবর্তন করা যাবে না” এমন শর্তে মাত্র ৩ বছরের জন্য জলাশয় বন্দোবস্ত দেওয়া হতো। পরবর্তীতে ২০১৪ সাল থেকে এই বন্দোবস্ত দেওয়া বন্ধ করা হয়। তিনি বলেন, যারা বলেন, ৯৯ বছরের জন্য পাউবো’র কাছ থেকে বন্দোবস্ত এনেছি, তাদের প্রমানাদী দেখাতে বললে আর দেখাতে পারেন না।

মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহি প্রকৌশলী মোঃ জাবেদ ইকবাল বলেন, কালারবাজারে আমাদের জলাশয় ভরাট করা হচ্ছে এমন খবর পেয়ে সরেজমিনে আমাদের লোকজন পাঠিয়েছি। তিনি বলেন, এখানে জলাশয় আমাদের আছে, তাদের ও থাকতে পারে। আমরা জমি সার্ভে করে আমাদের ভূমি বের করে সীমানা চিহ্নিতকরণ শেষে ভরাটকারীদের চিঠি দেবো। যাতে তাদের ভরাটকৃত মালামাল নিয়ে যাওয়া হয়। এই চিঠির অনুলিপি জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট দফতরে আমরা প্রেরণ করে আইনী প্রক্রিয়ায় যাবো।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT