1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
শমিতকে বরণ আর জেলাপ্রশাসকের সাথে মতবিনিময় - মুক্তকথা
বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫, ০৭:০০ অপরাহ্ন

শমিতকে বরণ আর জেলাপ্রশাসকের সাথে মতবিনিময়

কাওছার ইকবাল
  • প্রকাশকাল : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ০ পড়া হয়েছে

ভারতকে হারানোর রেশ নিয়েই 
গ্রামের বাড়িতে বরণডালায়
শমিতকে বরণ


ভারতকে হারিয়ে শমিত নিজ বাড়িতে। আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব ও ভক্তদের উল্লাস। এ যেন বিশ্ব জয় করে বাড়ী ফেরা। আনন্দ উল্লাসে শমিতকে বরণ করতে তার পরিবারের লোকজন বাড়ী সাজানোসহ নানা অনুষ্ঠানের আয়োজন করেন। শ্রীমঙ্গলে জন্ম না হলেও ছোটবেলা থেকেই পৈতৃক নিবাস শ্রীমঙ্গলে আসাযাওয়া ছিল নিয়মিত। তবে ছোটবেলা যখন আসতেন শমিত সোমের পরিচয় ছিলো ভিন্ন। তখন পারিবারিক পরিমণ্ডলেই কাটত ছুটির সময়।

এখন ভিন্ন পরিচয় নিয়ে গত কয়েকমাসে বাংলাদেশে শমিত এলেন তিনবার। আন্তর্জাতিক অঙ্গনের পাশাপাশি দেশের ফুটবলে জাতীয় দলের জার্সি পরে গতকালও মাঠে নেমেছিলেন ভারতের বিপক্ষে। ভারতকে হারানোর পরদিন শ্রীমঙ্গল ফিরে অন্যরকম অনুভূতিতে ভাসলেন জাতীয় দলের মিডফিল্ডার শমিত।

কানাডায় জন্ম ও বেড়ে ওঠা শমিত সেই দেশের জাতীয় দলের হয়েও খেলেন প্রীতি ম্যাচ। কানাডা লিগের ক্লাব ক্যাভালরি এফসিতে খেলেন অনেকদিন ধরে। বাবা-মায়ের সূত্রে বাংলাদেশের নাগরিকত্ব সহজেই পেয়ে চলতি বছর লাল-সবুজ জার্সিতে অভিষিক্ত হয় শমিতের। এরপর থেকেই কানাডার শমিত এখন বাংলাদেশে। মঙ্গলবার জাতীয় স্টেডিয়ামে এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে ভারতকে ১-০ গোলে হারানোর ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন শমিত।

শমিত আসছেন জেনে আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধবসহ স্থানীয় গণমাধ্যমকর্মীদের ভিড় লেগে যায় তার বাড়িতে। অতঃপর সকাল সাড়ে ১০টায় শমিত পা রাখেন পৈত্রিক নিবাসের প্রাঙ্গণে। এরপর শুরু হয় পারিবারিক বরণ অনুষ্ঠান। ফুলের তোড়া ও বরণডালা দিয়ে পরম আদর যত্ন ও আনন্দযোগে বরণ করে নেন পরিবারের আবাল বৃদ্ধ বনিতারা।

এরপর বাড়ীতে কিছুটা সময় বিশ্রাম নিয়ে চলে আসেন মিডিয়ার সামনে। প্রতিক্রিয়ায় জানান, শ্রীমঙ্গল এসে অনেক ভালো লাগছে। আমি তো এবার নিয়ে তিনবার(জাতীয় দলে সুযোগ পাওয়ার পর) আসলাম বাংলাদেশে। আগের দু’বার বাড়ীতে আসার সুযোগ পাই নাই, কানাডায় ফিরে যেতে হয়েছে। এবার পরিকল্পনা ছিল, বাড়ীতে এসে খুবই ভালো লাগছে। বাড়িতে সময় কাটাতে পেরে খুশি লাগছে।

এবার এশিয়ান কাপ বাছাইপর্ব পেরুতে পারেনি বাংলাদেশ। তবে হামজা চৌধুরী, শমিতরা আসায় নতুন উদ্দীপনা ঠিকই তৈরি হয়েছে ফুটবলে। শমিতের কন্ঠেও ইতিবাচক সুর, আমরা একটু একটু করে প্রতি ম্যাচে উন্নতি করছি। পারফরম্যান্স ভালো হলেও রেজাল্ট আমাদের পক্ষে আসছিল না। শেষমেশ গতকাল আমরা জিতেছি। আমরা কোনো গোল হজম করিনি। তো আগামী বছরের দিকে তাকিয়ে এগুলো ইতিবাচক দিক।

‘সামনে সাফ চ্যাম্পিয়নশিপ আসছে, সেখানে যেন আমরা ভালো করতে পারি। এরপর আবার এশিয়ান কাপ, বিশ্বকাপে কোয়ালিফাই করার জন্য যেন আমরা একটা প্রতিদ্বন্দিতাপূর্ণ দল হয়ে উঠতে পারি। বাংলাদেশের ফুটবলের ভবিষ্যৎ আমি মনে করি ভালো এবং সাফল্য আসবেই।


শ্রীমঙ্গলে নবাগত জেলা প্রশাসকের সাথে

সুধীজনের মতবিনিময়


‎শ্রীমঙ্গলে উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও সুধীজনের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

‎মৌলভীবাজারের নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তৌহিদুজ্জামান পাভেল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সবার সাথে পরিচিত হন এবং কুশল বিনিময় করেন।

সোমবার (২৪ নভেম্বর) বিকেল ৪ টায় উপজেলা পরিষদের সভা কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসলাম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ মুহিবুল্লাহ আকন, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম, শ্রীমঙ্গল সরকারি কলেজের সাবেক উপাধ্যক্ষ রাফি আহমেদ চৌধুরী, শ্রীমঙ্গল পৌসভার নির্বাহী প্রকৌশলী মোঃ জহিরুল ইসলাম, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ দুধু মিয়া, কালাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এম এ মতলিব, সিন্দুরখাঁন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইয়াছিন আরাফাত রবিন, মির্জাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিছলু আহমেদ চৌধুরী, সাতগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দেবাশীষ দেব রাখু প্রমূখ।

বক্তব্য রাখেন শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহবায়ক নূরে আলম সিদ্দিকী, সাবেক সাধারণ সম্পাদক মোঃ ইয়াকুব আলী, ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হাজী কামাল হোসেন, পৌরসভার সাবেক কাউন্সিলর মীর এম এ সালাম, জামাতে ইসলামী শ্রীমঙ্গল শাখার সাধারণ সম্পাদক মোঃ কামরুল ইসলাম, সিনিয়র সাংবাদিক মোঃ কাওছার ইকবাল, সাংবাদিক সৈয়দ আবু জাফর সালাউদ্দিন, বাংলাদেশ খেলাফত যুব মজলিশ শ্রীমঙ্গল শাখার সভাপতি মোঃ মোজাহিদুল ইসলাম, ব্যবসায়ী শাহীন আহমেদ, জাতীয় নাগরিক পার্টির জেলা যুগ্ম সদস্য সচিব নিলয় রশীদ তন্ময়, এনজিও প্রতিনিধি এস এ হামিদ, সাংবাদিক রুবেল আহমেদ ও আব্দুস শুকুর প্রমূখ।

এসময় বক্তারা উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। বিশেষ করে পৌরসভার আয়তন বর্ধিত করন প্রকল্পের দীর্ঘসূত্রিতা, পর্যটন শিল্প বিকাশ, শিশু উদ্যান বাস্তবায়ন, পর্যটকদের জন্য বিনোদন কেন্দ্র নির্মাণ, বাইপাস সড়ক নির্মাণ, ময়লার ভাগাড় প্রকল্পের অগ্রগতি, যানজট নিরসনসহ জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

‎নবাগত জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল বলেন, জনগণের সকল ভাল উদ্যাগের সাথে আমি থাকব। সবার বক্তব্যে যেসব সমস্যা রয়েছে তা আমি খোঁজ নিয়ে দেখব। জাতীয় নির্বাচনের আগ মুহূর্তে আমাকে জেলার দ্বায়িত্ব দেওয়া হয়েছে। আপনাদের সহযোগিতায় জেলার সার্বিক উন্নয়ন ও মানুষের স্বাভাবিক জীবনযাপন নিশ্চিতে কাজ করে যাবো

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT