গতকাল গেলো ২১শে জুলাই, ছিল শহীদ কর্ণেল তাহের দিবস। জাতীয় সমাজতান্ত্রিক দল এ দিবসটিকে খুব ঘটা করে পালন করে আসছে সেই শুরু থেকে। এবারই কিছুটা ব্যত্যয় লক্ষ্য করা গেলো। সম্ভবতঃ করোণা মহামারির কারণেই এ ব্যত্যয় বলে অনুমিত হয়। এ দিবসকে সামনে রেখে যুক্তরাজ্য জাসদ একটি সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়েছে।
আজ থেকে ৪৪ বছর আগে যুদ্ধাহত বীর মুক্তিযুদ্ধা, জাসদের অন্যতম প্রতিষ্টাকালীন নেতা শহীদ কর্ণেল আবু তাহেরকে একটি প্রহসনের বিচারে ততকালীন সামরিক জান্তা জিয়া ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছিল। যা কয়েক বছর আগে হাইকোর্টের একটি রায়ে ‘ঠান্ডা মাথায় খুন’ হিসাবে প্রমানিত হয়েছিল।
তাই আজকের এই দিনে যুক্তরাজ্য জাসদের পক্ষ থেকে মহান নেতার স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা। লাল সালাম সাথী।
|