মুক্তকথা সংবাদকক্ষ॥ ৯০-এর গণ অভ্যুত্থানের মহান শহীদ জাসদ নেতা, বিএমএ নেতা ডা. শামসুল আলম খান মিলনের মৃত্যুবার্ষিকী ‘ডা. মিলন দিবস’ উপলক্ষ্যে আগামীকাল ২৭ নভেম্বর ২০২০ শুক্রবার জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটি নিচে প্রদত্ত কর্মসুচি গ্রহণ করেছে। |
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
*ভোর ৬-০০টায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে দলের শহীদ নেতা ডা. মিলনের প্রতি শ্রদ্ধা জানিয়ে দলীয় পতাকা অর্ধনমিতকরণ। |
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
জাসদের সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শহীদ ডাক্তার মিলন দিবস উপলক্ষ্যে এক বিবৃতিতে দলের শহীদ নেতা ডা. শামসুল আলম খান মিলনের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং শহীদ ডা. মিলনের সংগ্রামী চেতনাকে ধারণ করে যথাযথ মর্যাদায় শহীদ ডা. মিলন দিবস পালন করার জন্য দলের সকল জেলা ও উপজেলা কমিটির প্রতি আহবান জানান। সূত্র: সাজ্জাদ হোসেন, দফতর সম্পাদক |