1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
শান্তির বারতা নিয়ে ওয়াশিংটন ভ্রমণে আছে কলকাতার এক কুকুর - মুক্তকথা
শনিবার, ১০ জানুয়ারী ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন

শান্তির বারতা নিয়ে ওয়াশিংটন ভ্রমণে আছে কলকাতার এক কুকুর

বিশেষ সহযোগী
  • প্রকাশকাল : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ০ পড়া হয়েছে

 

শান্তির বারতাবাহী কুকুরের নাম ‘অলকা’


স্বাভাবিক নিয়মেই মানুষের উচ্ছিষ্ট খেয়ে যে পথ কুকুরের জীবন চলে আসছিলো সে কুকুর এখন আমেরিকায় ১৯জন বৌদ্ধ ভিক্ষুকের সাথে হাটছে। ওই বৌদ্ধ ভিক্ষুকগনই  কুকুরটির একখানা নামও রেখেছেন ‘অলকা’। ‘অলকা’কে সঙ্গে নিয়ে ওই উনিশজন বৌদ্ধ ভিক্ষুকগন টেক্সাস থেকে ওয়াশিংটনের দিকে হেটে চলেছেন। উদ্দেশ্য সারা বিশ্বে শান্তির বারতা পৌঁছে দেয়া।

সারা বিশ্ব এখন নিদারুণ এক অশান্তির দুঃসময় পার করছে। তৃতীয় শ্রেণীর গোয়ারগোবিন্দের মত এক রাজা আরেক রাজাকে বাড়ী থেকে ধরে নিয়ে আসছেন বিচারের নামে। আর খুন-খারাবিতো সারা বিশ্বের প্রায় প্রতিটি দেশেই লেগেই আছে। মানবতাবিরোধী অন্যায় যুদ্ধের কারণে বিগত ৪/৫ দশকে বিশ্বের প্রাচীনতম সভ্যতার অধিকারী ৪টি দেশ পথের ভিকারীতে পরিণত হয়েছে। ধনী-গরীব কোন দেশই শান্তিতে নেই। বিশ্বের এমন দুরবস্থায় গোটা বিশ্বজুড়ে শান্তির বারতা পৌঁছে দিতে ১৯জন বৌদ্ধ ভিক্ষুক পায়ে হেঁটে টেক্সাস থেকে ওয়াশিংটন যাচ্ছেন। তাদের সাথে রয়েছে কুকুর ‘অলকা’!

কুকুরটির আঁতুরঘর পাশ্চাত্যঘেঁষা আধুনিক নগর কলকাতা। কলকাতার সড়কে সড়কে এঁটো খেয়েই জীবন চলতো কুকুর ‘অলকা’র। মূলতঃ একসময় ভারতে ঘুরতে এসেছিলেন একদল বৌদ্ধ ভিক্ষুক। ভারতের বিভিন্ন শহর ঘুরে তাঁরা যখন কলকাতায় এলেন তখনই তাঁদের সাথে পরিচিত হয় কলকাতার পথে পথে হাটা ওই কুকুরের। কুকুরের ভদ্রনিরীহ সঙ্গদানে বৌদ্ধ ভিক্ষুকগন খুশী হয়ে ‘অলকা’কে সঙ্গে নিয়ে নেন। সেই থেকে কুকুরটি তাঁদের সঙ্গেই ঘুরে ঘুরে বিশ্ব ভ্রমণ করছে। [ফেইচবুক ‘আল্টিমেড মোটিভেশন’ থেকে সংগৃহীত]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT