জাতীয় পর্যায়ের ২০২১ সালের শাপলা কাব অ্যাওয়ার্ড প্রার্থীদের লিখিত ও মৌখিক মূল্যায়নে শ্রীমঙ্গলের ৭ জন কাব শিক্ষার্থী কৃতিত্বের স্বাক্ষর রেখেছে।
সিলেট অঞ্চলের মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ২০২১ সালে শাপলা কাব অ্যাওয়ার্ড পরীক্ষা দিয়ে ৭ জন অ্যাওয়ার্ড লাভ করেছে।
বাংলাদেশ স্কাউটস এর জাতীয় সদর দফতর থেকে সদ্য প্রেরিত উত্তীর্ণ কাব স্কাউটগণের তালিকায় সিলেট বিভাগে একক ইউনিট হিসেবে সর্বোচ্চ উত্তীর্ণ হয়েছে চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাব শিক্ষার্থী।
তারা হলো ঐত্রেয়ী দেব স্তুতি, ফাহিম জালাল জিসান, আনুষ্কা সরকার, নিশাত তাসনিম আনিকা, অর্পিতা গোস্বামী অপি, পলি চৌধুরী, ফারিহা জালাল জ্যোতি।
প্রধান শিক্ষক জহর তরফদারের নেতৃত্বে ইউনিট লিডার হিসেবে দ্বায়িত্ব পালন করেন মোঃ আবুল কাশেম ও অনিতা দেব।
উল্লেখ্য, চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের থেকে ২০২১ সালে ১২ জন কাব স্কাউট শিক্ষার্থী শাপলা কাব অ্যাওয়ার্ড পরীক্ষায় অংশগ্রহণ করে। তাদের মধ্যে ৭ জন শাপলা কাব অ্যাওয়ার্ড লাভ করে।
মোঃ কাওছার ইকবাল, শ্রীমঙ্গল(মৌলভীবাজার) প্রতিনিধি।
বুধবার (১০ মে) বেলা ১২টায় ভানুগাছ রোডস্থ শ্রীমঙ্গল উপজেলা খাদ্যগুদাম প্রাঙ্গণে অভ্যন্তরীন বোরোধান সংগ্রহ-২০২৩ এর উদ্বোধন হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি আলহাজ্ব উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহিদ এমপি।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ তকদীর হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক দীপক চন্দ্র মন্ডল, পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শামিম আহমদ, মৎসজীবী লীগের সভাপতি আশিকুর রহমানসহ শ্রীমঙ্গল উপজেলার কৃষকবৃন্দ।
অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন শ্রীমঙ্গল সরকারি খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুছ সামাদ।